বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এ যেন স্বপ্নময় দুটি দিন। মঙ্গলবার (৩ আগস্ট) নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
মাত্র ৬৭ রানে ৫ উইকেটে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সেখান থেকে স্বাগতিকদের টেনে তোলেন আফিফ হোসেন এবং নুরুল হাসান সোহান। বাংলাদেশকে শুধু টেনেই তোলেননি সঙ্গে টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় এনে দিয়েছেন তাঁরা দুজন।
আফিফের অপরাজিত ৩৭ ও সোহনের অপরাজিত ২২ রানের সুবাদে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ৫ উইকেটে জয় পাওয়ার দিনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।