তিন সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। টেস্টে এ বাঁহাতি ওপেনার এ পর্যন্ত করেছেন ৪৭২৬ রান। যার অর্ধেকেরও বেশি এসেছে বাউন্ডারিতে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিফটির পথে সাত বাউন্ডারি মেরে চারের মাধ্যমে পৌঁছে যান ৬০০ চারের চূড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ চার (৫৫৪) এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে।
ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কায়ও তামিম শীর্ষে। সর্বোচ্চ ৩৯টি ছয় মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা মোহাম্মদ রফিকের ব্যাটে।
৭ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদশের শুরুটাও ভালো হয়েছে।