উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা নারী আইপিএলে এবারই প্রথম খেলতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন। টুর্নামেন্টে প্রথমবার গিয়েই নিজের জাত চিনিয়ে দিয়ে আসলেন এই স্পিনার। ফাইনালে তাঁর দুর্দান্ত বোলিংয়ে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে টেইলব্লেজার্স।
নিজের অভিষেক আসরেই নজর কেড়েছে সালমার দুর্দান্ত পারফরম্যান্স। চার ওভার বোলিং করে মাত্র ১৮ রানের খরচায় সুপারনোভাসের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করেছেন তিনি। একই সঙ্গে প্রথমবার আইপিএলে গিয়েই শিরোপা জয়ের স্বাদ পেলেন অভিজ্ঞ এই নারী ক্রিকেটার।সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের খরচায় ১১৮ রান তোলে ট্রেইলব্লেজার্স। দুই ওপেনার দীন্দ্র দতীন এবং স্মৃতি মান্ধানা উদ্বোধনী জুটিতেই এনে দেন ৭১ রান।
ব্যক্তিগত ২০ রানে দতীন এবং ৬৮ করে মান্ধানা বিদায় নিলে একপ্রকারে ভেঙে পড়ে ট্রেইলব্লেজার্সের ব্যাটিং লাইনআপ। দুই ওপেনারের বিদায়ের পর একমাত্র রিচি ঘোষ ছাড়া দলের কেউই আর দুই অঙ্কের রান তুলতে সক্ষম হননি। সুপারনোভাসের স্পিনার রাধা যাদবের বোলিং তোপের মুখে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের খরচায় ১১৮ রান তুলতে সক্ষম হয় টেইলব্লেজার্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সুপারনোভাস। দলীয় ৩৭ রানে সাজঘরে ফিরে যান দলের তিন টপ অর্ডার। এরপর ইনিংস মেরামতের গুরুভার কাঁধে তুলে নেন হারমানপ্রিত কাউর ও শশিকলা সিরিবর্ধনে। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তাঁরা।
ইনিংসের ১৫ তম ওভারের চতুর্থ বলে সালমাকে প্যাডেল সুইপ করতে গিয়ে ফাইন লেগে ঝুলন গোস্বামীর হাতে ধরা পড়েন ১৯ রান করা শশীকলা। এরপর নিজের শেষ ওভারে জয়ের পথে বাকি থাকা অন্য কাঁটা, সুপারনোভাস অধিনায়ক হারমানকে সরাসরি বোল্ড করে দেন সালমা। আর এর মাধ্যমেই মূলত দলের নিশ্চিত করেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।পথের কাটা সরিয়ে ক্ষান্তি দেননি সালমা। ওই ওভারেরই পঞ্চম বলে শূন্য রানে ফেরান পুজা ভাস্ত্রাকারকেও। সবমিলিয়ে ৪ ওভারের স্পেলে কোনো বাউন্ডারি হজম না করে এবং কোনো অতিরিক্ত রান না দিয়ে ১৮ রানের খরচায় ৩ উইকেট নেন সালমা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের খরচায় ১০২ রানে থামে সুভারনোভাসের ইনিংস। আর একই সঙ্গে টেইলব্লেজার্স পায় প্রথম শিরোপার স্বাদ।