My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কা সিরিজ থেকে হেনড্রিকস-পিটারসেনের নাম প্রত্যাহার

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বেউরান হেনড্রিকস এবং কেগান পিটারসেন। তবে তারা ঠিক কি কারণে নিজেদেরকে সরিয়ে নিয়েছে তা খোলাসা করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএস)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। কোন দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছিল তা জানায়নি তারা। লঙ্কানদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন প্রোটিয়া ক্রিকেটাররা।

যেখানে স্কোয়াডের ১৭ ক্রিকেটারই করোনা নেগেটিভ হয়েছেন। ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কারণে বক্সিং ডে টেস্টে আর কোনো ক্রিকেটার যোগ করবে না দলটি। দলের সঙ্গে থাকা সকল ক্রিকেটার করোনা মুক্ত হওয়ায় বুধবার থেকে অনুশীলন শুরু করবে তারা।

সম্প্রতি ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল সিএসএ। যেখানে ইনজুরির কারণে জায়গা হারাতে হয়েছিল কাগিসো রাবাদাকে। তবে আসন্ন এই সিরিজে আনক্যাপড তিন ক্রিকেটারকে স্কোয়াডে জায়গা দিয়েছে তারা। যদিও সপ্তাহখানেক বাদেই স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

করোনা আক্রান্ত দুই ক্রিকেটারের বদলি হিসেবে তিন ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করেছিল তারা। দলে যায়গা পাওয়া তিন ক্রিকেটার হলেন, রায়নার্ড ভ্যান টন্ডার, লুথো সিপমলা এবং ডোয়াইন প্রিটোরিয়াস।

দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পাওয়া প্রিটোরিয়াস যদিও ইনজুরির কারণে প্রথমবার ঘোষিত স্কোয়াড জায়গা পাননি। তবে সিএসএ নিশ্চিত করেছে যে তিনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠেছেন। এর ফলে ম্যাচ খেলতে তার আর কোনো সমস্যা নেই।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথম টেস্ট। ৩ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, অ্যাইডেন মার্কাম, ফাফ ডু প্লেসি, ডেন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, অ্যানরিক নরকিয়া, গ্লেন্টন স্টুম্যান, সারেল ইরউ, উইয়ান মুলডার, কাইল ভারেনে, মিগেল প্রিটোরিয়াস, ডোয়াইন প্রিটোরিয়াস, লুথো সিপামলা এবং রায়নার্ড ভান টন্ডার।