My Sports App Download
500 MB Free on Subscription


ড্রয়ের মানসিকতার বদল চান ডমিঙ্গো

ক্যান্ডির নিষ্প্রাণ উইকেটে বোলারদের কিছুই করার ছিলো না। দুই দলের ব্যাটসম্যানরা ব্যাটিং স্বর্গে রান করলেও বোলারদের কষ্টই করতে হয়েছে। এমন অবস্থায় টেস্টের ফল আশা করা খুবই কঠিন। তবে টানা হারের বৃত্তে আটকে থাকা বাংলাদেশের জন্য এই ড্র জয়ের মতোই! যদি ডমিঙ্গো এমন মানসিকতার বদল চান। বুধবার ম্যাচ পূর্ববর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন প্রোটিয়া এই কোচ।

ক্যান্ডির ব্যাটিং স্বর্গে প্রথম টেস্টটি ড্র হয়েছে। বৃহস্পতিবার একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে। ম্যাচের আগের দিন শিষ্যদের কাছে বার্তা দিলেন ডমিঙ্গো, ‘একটি ড্র টেস্টকে যখন বিশাল সাফল্য হিসেবে দেখা হয়, এটা সত্যিই হতাশার। এটা ঠিক আমরা টেস্ট হারতে চাই না। কিন্তু এই মানসিকতার বদল আনতে হবে। আমাদের টেস্ট জয়ের জন্য খেলতে হবে।’

কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে খুব বেশি সাফল্য পাননি বাংলাদেশের এই কোচ। টেস্টেতো তার সাফল্য বলতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র এবং জিম্বাবুয়ের বিপক্ষে একটি জয়। কিন্তু ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান কারো সঙ্গেই জিততে পারেনি ডমিঙ্গোর শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করার পর ডমিঙ্গো জানালেন, দলের সংস্কৃতিটা বুঝতে পেরেছেন তিনি, ‘দেখুন আমি ৭-৮ টা টেস্ট পেয়েছি। আমার মনে হয় এখন আমি দলের সবাইকে বুঝতে পারছি, দলের সংস্কৃতিটা বুঝতে পারছি। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, টেস্টে ভাল করার মানসিকতাটা কিভাবে বাড়াতে হবে-এসব বিষয় নিয়ে ভাবছি। মানসিকতা বদলের মাধ্যমে আমরা উন্নতিটা করতে চাই। যখন আমরা টেস্ট জেতা শুরু করবো তখন এটার বদল হবে। আমি নিশ্চিত করতে চাই দল যেন সামনে আগায়। ’