My Sports App Download
500 MB Free on Subscription


পাকিস্তানে খেলে ভারতকে সেদিনই দেশে ফেরার পিসিবির প্রস্তাব মানবে না বিসিসিআই

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে ভারত দল পাকিস্তানে যাবে কি না—এ নিয়ে অনেক দিন থেকেই চলছে আলোচনা। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে, নাকি পুরো টুর্নামেন্টই অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে—এমন আলোচনাও আছে ক্রিকেট–বিশ্বে।

এর মধ্যেই পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম একটি খবর দেয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ভারতকে। পাকিস্তানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে প্রতিটি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট দলকে ম্যাচের দিনই দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেই প্রস্তাবে।

পিসিবি থেকে এখনো এমন কোনো প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পায়নি বলে খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। দৈনিক জাগরণকে নাকি এমনটাই বলেছে বিসিসিআইয়ের এক সূত্র।

পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। খেলা হওয়ার কথা তিনটি ভেন্যুতে—করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে। পিসিবির প্রস্তাব অনুযায়ী, ভারত টুর্নামেন্টের সময় ক্যাম্প করবে দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে। ম্যাচের দিন সেখান থেকে ভারত দলকে ভাড়া করা বিশেষ বিমানে পাকিস্তানে নিয়ে যাওয়া ও ফেরত পাঠানোর ব্যবস্থা করবে পিসিবি।

দৈনিক জাগরণকে বিসিসিআইয়ের ওই সূত্র জানিয়েছে, পিসিবি থেকে এখনো এমন কোনো প্রস্তাব পায়নি বিসিসিআই। আর যদি এমন প্রস্তাব পেয়েও থাকে, সেটা বাতিল করে দেবে তারা।