ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২১-এর নিলাম আজ বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে। শুরুতে বাংলাদেশের ৪ ক্রিকেটারের নাম ছিল নিলাম তালিকায়। চূড়ান্ত তালিকায় যোগ হয়েছে আরো ১ জনের নাম। সাকিব, মোস্তাফিজদের সঙ্গে থাকবেন মুশফিকুর রহিমও।
আইপিএল নিলামে রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ৪ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাইফ উদ্দিন নাম পাঠান। তারা চূড়ান্ত তালিকাতেও রয়েছেন। আইপিএল কর্তৃপক্ষ মুশফিকুর রহিমকে নাম দিতে পুর্নবিবেচনার জন্য অনুরোধ করে। শেষ দিকে মুশফিক নিজের নাম পাঠান। উইকেট কিপিং ব্যাটসম্যান ক্যাটাগরিতে মুশফিকের নাম যুক্ত করা হয়েছে। তার বেইস প্রাইস ১ লাখ রূপি।
সাকিব আছেন নিলামের ২ নম্বর সেটে। মোস্তাফিজ ৪ নম্বর সেটে। সাইফ উদ্দিন ১৯ ও মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে রয়েছেন। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের (অ্যাসোসিয়েট দলের খেলোয়াড়সহ) মধ্যে এবার দল পাবেন সর্বোচ্চ মাত্র ২২ জন। সেক্ষেত্রে সাকিব ও মোস্তাফিজ বাদে বাংলাদেশের বাকি তিন খেলোয়াড়ের নিলাম থেকে দল পাওয়া সম্ভাবনা খুবই কম। তবে উইকেট কিপিং ক্যাটাগরিতে মুশফিক দল পেতেও পারেন