My Sports App Download
500 MB Free on Subscription


মুল্ডার-ভেরেইনের জুটিতে লিড পঞ্চাশ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করার আশা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বিপরীতে দ্রুত রান তুলে লিড পঞ্চাশ ছাড়িয়েছে প্রোটিয়া দল। মুল্ডার-ভেরেইন জুটি আবার পঞ্চাশও পূর্ণ করেছে।

চ্যালেঞ্জিং উইকেটে ঘটনাবহুলভাবে শেষ হয় মিরপুর টেস্টের প্রথম দিন। প্রথম দিনেই উইকেট পড়েছে ১৬টি! বাংলাদেশ শুরুতে ব্যাট করলেও বাজে ব্যাটিংয়ে গুটিয়ে গেছে মাত্র ১০৬ রানে। তবে দলের পারফরম্যান্সে বাজে ব্যাটিংয়ের সঙ্গে ছিল ভালো বোলিংয়ের সমন্বয়। দক্ষিণ আফ্রিকা লিড নিয়ে এগিয়ে থাকলেও তাদের অর্ধেকের বেশি উইকেট তুলে নিতে পেরেছে স্বাগতিকরা। তাতে চাপে রয়েছে প্রোটিয়া দল। প্রথম দিনে আলোর স্বল্পতায় খেলা আগেভাগে সমাপ্ত হওয়ার আগে তাদের স্কোর ছিল ৪১ ওভারে ৬ উইকেটে ১৪০ রান। প্রোটিয়ারা দিন শেষে এগিয়েছিল ৩৪ রানে।

১০৮ রানে ৬ উইকেট হারানোর পর ৩২ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন কাইল ভেরেইন ও ভিয়ান মুল্ডার। এ দুজনই লিড বাড়িয়ে নেওয়ার সংকল্প নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছেন।

প্রথম দিন বাংলাদেশের সেরা বোলার ছিলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪৯ রানে ৫ উইকেট নিয়েছেন। এটি তাইজুলের ১৩তম ৫ উইকেট শিকারের নজির। একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মিরাজ ছিলেন উইকেটশূন্য।