চট্টগ্রামে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৫১ রানে থামিয়ে দিয়েছিলেন তানভীর ইসলাম। সেই তানভীর দ্বিতীয় ইনিংসে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। বাঁহাতি এই স্পিনার তুলে নিলেন ৮ উইকেট। সবমলিয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে আড়াই দিনে চারদিনের ম্যাচ জয়ের নায়ক এই তানভীর। মাত্র ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা তানভীর সাফল্যের পেছনে প্রতিপক্ষের দূর্বলতাকেই সামনে আনলেন।
সোমবার সংবাদ মাধ্যমকে তানভীর বলেছেন, ‘আমার লাল বলে চারদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা ছিল না। আয়ারল্যান্ড দলটিতে জাতীয় দলের খেলোয়াড় ছিল। ওরা ভালোই করছিল। কিন্তু আমাদের চাম্পাকা স্যার বলে দিয়েছিলেন, ‘উইকেট টু উইকেট, ভালো লেন্থে বল করতে। ওরাই ভুল করেছে বেশি। আমি প্রসেস ঠিক রেখে সাফল্য পেয়েছি।’এদিকে অধিনায়ক সাইফ হাসান চারদিনের ম্যাচের সাফল্য সীমিত ওভারের ক্রিকেটেও ধরে রাখতে চান, ‘এইচপির ক্যাম্পের সবাই শেষ কয়েকমাস ধরে অনুশীলন করছিল, কঠোর পরিশ্রম করছিল।
আমরা যারা জাতীয় দল থেকে এসেছি তাদের প্রস্তুতিও ভালো ছিল। এজন্য পারফরম্যান্সও ভালো হয়েছে। সামনে ওয়ানডে সিরিজ। এ জয়ের অভিজ্ঞতা সামনে কাজে দেবে। সাদা বলের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। আশা করি সীমিত ওভারের ম্যাচগুলোতেও আমরা ভালো করতে পারবো।’প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে চার দিনের ম্যাচ শেষ। চট্টগ্রামে ৫, ৭, ৯ মার্চ হবে সিরিজের প্রথম তিন ওয়ানডে। এরপর ঢাকায় ফিরে ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুই ওয়ানডে। আর ১৭ ও ১৮ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ১৯ মার্চ ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড ‘এ’ দল।