টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ফ্যাফ দু’প্লেসিস। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক বুধবার অবসর ঘোষণা করলেন। সীমিত ওভারের ক্রিকেটে নজর দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করে দু’প্লেসিস লেখেন, ‘নিজের মনের কাছে আমি পরিষ্কার। এটাই সেরা সময় নতুন কিছু শুরু করার’। সেই পোস্টে বিস্তারিত কারণ জানিয়ে দু’প্লেসিস লেখেন, '১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো’। ৬৯টি টেস্টে ৪১৬৩ রান করেছেন দু’প্লেসিস। রয়েছে ১০টি শতরান, ২১টি অর্ধশতরান।
সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তার পরেই অবসরের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক। শেষ ২ টেস্টে ব্যাট হাতেও তেমন ছন্দে ছিলেন না দু’প্লেসিস। টি২০ বিশ্বকাপে খেলার জন্যই ক্রিকেটের দীর্ঘতম ধরন থেকে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।