My Sports App Download
500 MB Free on Subscription


ব্যাটিং ও বোলিংয়ে বিপর্যয়! দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের

ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে যত ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে সবথেকে কম সময়ে ম্যাচ শেষ হল অ্যাডিলেডে। দিন রাতের টেস্টে ভারতকে কার্যত ধরাশয়ী করে দশ উইকেটে ম্যাচ জিতল অজিরা। পারথে হারের পর সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন অধিনায়ক প্যাট কামিন্স। পারথে প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির পর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্টে বাধা হয়ে দাঁড়ালেন ট্র্যাভিস হেড। তাঁর শতরানে ভর করেই বড় লিড নেয় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসেও ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। ১৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খোয়াজা এবং ম্যাকসুইনি ম্যাচ জিতিয়ে বেরিয়ে গেলেন। তৃতীয় দিনে ম্যাচ জেতানোর জায়গায় নিয়ে যেতে হলে মিরাকেল করতে হত ভারতকে। বড় রান করতে হত ক্রিজে থাকা নীতীশ রেড্ডি এবং ঋষভ পন্থকে। কিন্তু সেটা হল না এদিন। তৃতীয় দিনের প্রথম ওভারের শেষ বলেই স্লিপে ক্যাচ দিয়ে বসেন পন্থ। বড় লিডের আশা তখনই শেষ হয়ে যায়। বেশিক্ষণ ক্রিজে টেকেননি অশ্বিনও। এদিন সকাল থেকেই ভারতীয় লোয়ার মিডল অর্ডারকে শর্ট বল দিয়ে বারবার পরীক্ষার মুখে ফেলে অজিরা। পরিকল্পনা কাজেও লেগে যায়। শেষ পর্যন্ত আক্রমণের দিকে গিয়ে একটা চেষ্টা করেছিলেন নীতীশ রেড্ডি। তিনিও শিকার হন কামিন্সের।

১৮ রানের লিড নিয়ে অল আউট হয় ভারত। ব্যাট করতে নেমে চার ওভারেই জেতার রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হন ট্র্যাভিস হেড। আগামী শনিবার বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় ম্যাচ খেলতে ব্রিসবেনে নামবেন রোহিতরা। গোলাপি বল থেকে লাল বলে ফিরছে টেস্ট ক্রিকেট। তার আগে কড়া অনুশীলন পর্ব রয়েছে চিম ইন্ডিয়ার। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, আর দর্শকদের ভিড়ে অনুশীলন নয়। অর্থাৎ, গাব্বা টেস্টের আগে ক্লোজ ডোর অনুশীলন করবে টিম ইন্ডিয়া।