আগামীজানুয়ারিতে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের তৃতীয় আসর। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। দল পাওয়া ছয় ক্রিকেটার হলেন মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মুক্তার আলী ও নাসির হোসেন।
তাসকিন আহমেদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেনকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। এই দলের আইকন শোয়েব মালিক, আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজ ও ইংল্যান্ডের লরি এভ্যান্সকে দলে টেনে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ার ইঙ্গিত দেয় তারা।দুই স্পিনি অলরাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে নিয়েছে বাংলা টাইগার্স। এই দলটির আইকন ক্রিকেটার শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস।
এছাড়া অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে নিয়েছে পুনে ডেভিলস। ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারা নাসির হোসেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারেননি। গত মার্চের পর থেকেই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তবুও বাংলাদেশি অলরাউন্ডারের ওপর ভরসা রেখেছে পুনে ডেভিলস। তার দল পুনেতে রয়েছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্থা মেন্ডিসের মতো ক্রিকেটাররা।বাংলাদেশি ক্রিকটারদের মধ্যে ড্রাফটে আরও ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমানরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকবেন বলে তাদের এই টুর্নামেন্টে পাওয়া যাবে না। ফলে টি-টেন কর্তৃপক্ষ তাদের দলে ডাকেনি।