My Sports App Download
500 MB Free on Subscription


২৫০ রানই যথেস্ট বলছেন তাইজুল

তৃতীয় দিনশেষে ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ দল। হাতে ৭ উইকেট নিয়ে শনিবার চতুর্থ দিন শুরু করবে মুশফিক-মুমিনুলরা। দলের লক্ষ্য সাড়ে তিনশো রান হলেও তাইজুল মনে করেন এই উইকেটে ২৫০ রানই যথেস্ট।

শুক্রবার ম্যাচ শেষ সংবাদ মাধ্যমকে তাইজুল বলেছেন, ‘আমরা আমাদের লিড নিয়ে সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করব। এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট।’ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে শুরুতে বাংলাদেশের স্পিনারা যথেস্ট ভালো বোলিং করতে পারেননি। সেই চিন্তা থেকেই তাইজুল ঝুঁকি নেওয়ার পক্ষে নন।

তার বিশ্বাস তাদের ব্যাটসম্যানরা ৩০০ থেকে ৩৫০ রান তুলতে পারবে। সেটি হলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটি জিততে বাঁধা থাকবে না স্বাগতিকদের, ‘আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি ওরকম বোলিং করলে এই রানে (২৫০ রান) জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেওয়া।’

শেষ বিকালে রাকিম কর্নওয়েল ঘূর্ণিতে তামিম-শান্ত দ্রুত ফিরে গেছেন। চতুর্থ দিনে উইকেটে আরও টার্নিং হওয়ার আশংকা করা হচ্ছে। তাইজুল চতুর্থ দিনের উইকেটের আচরণ সম্পর্কে ধারনা দিলেন, ‘ওরা (ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা) অবশ্যই ভালো বল করছে। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজকেও ব্রেক থ্রু এনে দিয়েছে। যদি ভালো জায়গায় বল করে তাহলে আমাদেরও কঠিন হবে। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে।’

তাইজুল আরও বলেছেন, ‘চতুর্থ দিনের উইকেট আসলে কেমন প্রত্যাশা করছি তা বলা কঠিন। তবে আজকের চেয়ে কাল একটু খারাপ থাকাই স্বাভাবিক, ব্যাটসম্যানদের জন্য। স্পিনাররা আরও বেশি ফায়দা তুলতে পারবে। যদি ভালো জায়গায় বল করে তাদের পক্ষেই থাকবে। চতুর্থ দিনের শুরুতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’

চট্টগ্রাম টেস্টে বাকি সময়টাতে সাকিবকে ছাড়াই খেলতে হবে দলকে। এমন অবস্থায় দলের জয় নিশ্চিত করাটা কতটা কঠিন, ‘আত্মবিশ্বাসী অবশ্যই। আল্লাহর রহমতে আত্মবিশ্বাস আছে, জিতব। তারপরও ক্রিকেটে কিছু বলা যায় না। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কামব্যাক করেছি। আশা করি কাল বা পরশু ভালো কিছু হবে।’