My Sports App Download
500 MB Free on Subscription


মাঠে নামতে মুখিয়ে ক্যারিবিয়রা

ঢাকায় ১০ জানুয়ারি পা রেখে কোয়ারেন্টাইনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরকারী দলের প্রত্যেকে তিনদিন গৃহবন্দী। চার দেয়ালে পুরোপুরি একা। বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টাইনের প্রথম পর্ব শেষ হচ্ছে। এদিন হোটেল রুম থেকে বের হয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে আরও চারদিন বাংলাদেশের কারো সংস্পর্শে আসতে পারবে না। 

বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করবেন সফরকারীরা। সকাল ১০টায় ওয়ানডে দল, দুপুর দেড়টায় টেস্ট দল অনুশীলনে আসবে। দলের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার বুধবার জুম মিটিংয়ে সংবাদ সম্মেলন করেছেন। 

কোয়ারেন্টাইন শেষ করার আনন্দ কতোটুকু জানতে চাইলে টেস্ট অধিনায়ক ব্রেথওয়েট বলেন, ‘রুমে আটকে থাকার কাজটা মোটেও সহজ ছিল না।আমি বাইরে বের হতে পারবো এজন্য খুব উচ্ছসিত। মাঠে গিয়ে কিছু বল খেলবো, ক্যাচ অনুশীলন করবো। মুখিয়ে আছি কালকের দিনটির জন্য।’

প্রথম দিনের অনুশীলনে খুব একটা জোর দেবেন না ব্রেথওয়েট। নিজের পরিকল্পনা নিয়ে বলেন,‘প্রথম দিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। পাশাপাশি জড়তা কাটাতে ফিটনেসের কাজ করতে হবে। শুরুতেই জোর দেওয়া ঠিক হবে না। আমার মতে, শুরুতে খুব স্বাভাবিক সেশন হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে ধীরে ধীরে জোর বাড়ানোর চেষ্টা করতে হবে।’