My Sports App Download
500 MB Free on Subscription


খেলেই ম্যাচ জিততে হবে: আরিফুল

কাগজে-কলমে ফরচুন বরিশালের চেয়ে এগিয়ে থাকলেও ম্যাচ জিততে অনেকটা বেগ পোহাতে হয়েছে জেমকন খুলনাকে। কাগজে-কলমে ভালো দল, এমন তত্ত্বে বিশ্বাসী নন খুলনার ম্যাচ জয়ের নায়ক আরিফুল হক। তিনি মনে করেন, হাতে কলমে ভালো দলে হলেও খেলেই ম্যাচ জিততে হবে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে তামিমের দল। মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসনদের মতো ক্রিকেটার থাকার পরও একটা সময় হারতে বসেছিল খুলনা।

শেষ ওভারের নাটকীয়তায় আরিফুলের বীরত্বে জয় পায় দলটি। ডানহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, ক্রিকেট এক বলের খেলা, নাম দিয়ে ক্রিকেট খেলা হয় না। এ প্রসঙ্গে আরিফুল বলেন, ‘না আসলে আমাদের অনেকদিন পরে আমরা মাঠে নামছি। তো আসলে এই রকম হইতেই পারে। ক্রিকেট এক বলের খেলা, আপনি হয়তো হাতে কলমে আমরা ভালো দল কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ম্যাচ খেলেই জিততে হবে।’

তিনি আরও বলেন, ‘সুতরাং আমরা যদি বলি যে আমরা আগেই যদি বুঝে নেই আমরা ভালো দল, এভাবে আসলে ক্রিকেট খেলা হয় না। নামে আসলে ক্রিকেট খেলা হয় না। তো আমাদের কাছে হয়তো বা এই পরিস্থিতি আসছে কিছু পরিস্থিতি থাকবে যে ভালোভাবেই জিতে গেছি। তো আসলে এভাবেই আমাদেরকে খেলতে হবে আরকি।’

শেষ ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিল খুলনার। ২৯ বলে ২৪ রান করা আরিফুল মিরাজের ৫ বলে হাঁকালেন ৪ ছক্কা। শেষ ওভারে খুলনার জয়ের নায়ক বনে গেলেন এই অলরাউন্ডার। দলকে ম্যাচ জেতাতে পেরে সন্তুষ্ট তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না আলহামদুলিল্লাহ, দলের যেভাবে যতটুকু দরকার ছিল আমার সাধ্য দিয়ে ওইভাবেই চেষ্টা করছি। সফল হইছি, এই আরকি। আলহামদুলিল্লাহ।’