২০২১ সালের জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের তিনটি টেস্ট খেলার কথা রয়েছে। কিন্তু করোনাকালে এই সিরিজের দৈর্ঘ্য কমিয়ে আনতে একটি টেস্ট কমে যেতে পারে।
আইসিসি’র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী আসন্ন এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। কিন্তু করোনাকালে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটি টেস্ট কমানোর প্রস্তাব দিয়েছে। যদিও এখনো চূড়ান্ত হয়নি হয়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদি দুই বোর্ডই কমানোর প্রয়োজন অনুভব করে তবেই কমানো হবে।
মঙ্গলবার এতথ্য দিয়েছে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানালেন, ‘ওরা বলছে টেস্টের সংখ্যা কমাতে। আমরা চেষ্টা করছি ঠিক রাখতে। প্রয়োজন হলে কমাব।’এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ওরা (ওয়েস্ট ইন্ডিজ) একটা অনুরোধ করেছে। আমরা চেষ্টা করবো বেশিরভাগ খেলার। একটা টেস্ট কমার সম্ভাবনা বেশি।'