My Sports App Download
500 MB Free on Subscription


লিটন-নাঈম বাদ, অভিষিক্ত অঙ্কনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষ-ব্যাটার লিটন দাস। জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশের বাইরে রয়েছেন তিনি। তাঁর জায়গায় ফিরেছেন ওপেনার জাকির হাসান। স্পিনার নাঈম হাসানের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা।

বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের। তবে গতকাল চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ ফর্ম দেখানো অঙ্কন।

দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। সেনুরান মুথুসামি ও ডেন পিটারসন একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন জোনাথন ব্রিটজ ও ডেন পিড্ট।