বাংলাদেশের বিপক্ষে ব্যাটারদের তিন সেঞ্চুরি এবং দুই হাফ সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। জবাবে প্রথম দিনে ৩৮ রান তুলতে চার উইকেট হারায় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দলটি।
মুমিনুল-তাইজুলের ব্যাটে বাংলাদেশের একশ-
দিনের শুরুর ভাগেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক কাইল ভেরাইনিকে ক্যাচ দেন বাংলাদেশের অধিনায়ক। অফফর্ম অব্যাহত থাকল তার। এই ইনিংসে করেন ১৭ বলে দুটি চারে ৯ রান।
ঠিক তিন বল পর বিদায় নেন মুশফিকুর রহিমও। ডেন পিটারসেনকে রীতিমতো অনর্থকভাবে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে টনি ডি জর্জিকে ক্যাচ উপহার দেন মুশফিক। এরপরের ওভারের প্রথম বলে জোড়া আঘাত হানেন রাবাদা। অফ স্টাম্প তাক করা লেংথ ডেলিভারিটি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসে জমা হয়।
দুই পা না নাড়িয়ে আগেভাগে শট খেলে ফেলে এক রানে বিদায় নেন ইনফর্ম মেহেদী হাসান মিরাজ। মিরাজকে ফেরানোর এক বল পরে মাহিদুল ইসলাম অঙ্কনকেও বিদায় করেন রাবাদা। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাঁচ উইকেট পূর্ণ করেন প্রোটিয়া এই পেসার। অঙ্কন রিভিউ নিলেও লাভ হয়নি। জাতীয় দলে অভিষেক ইনিংসে মুশফিকের মতোই দুই বলে শূন্য রান করেন তিনি।
দলীয় ৪৮ রানে আট উইকেটের হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন মুমিনুল হক এবং তাইজুল ইসলাম। এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শতরান স্পর্শ করে বাংলাদেশ।