My Sports App Download
500 MB Free on Subscription


নেপালকে কাঁদিয়ে বাংলাদেশের মেয়েদের সাফ জয়

সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েদের দল। নেপালকে ২-১ গোলে পরাস্ত করে তারা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল। দুই বছর আগে তারা নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, এবার সেটা তারা ধরে রাখল। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে প্রথমবার কোনও দল পরপর দু’বার বহুদেশীয় টুর্নামেন্ট জিতল।

ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম গোল পায় বিরতির পর। মণিকা চাকমা বক্সের ভিতর থেকে প্লেসিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। স্বাভাবিকভাবেই নেপালের গ্যালারি চুপ করে যায়। কিন্তু তাদের খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ৫৩ মিনিটে নেপালের আমিশা কার্কি বাংলাদেশের রক্ষণকে বোকা বানিয়ে গোল করে যান।

একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময়ে যেতে পারে। কিন্তু ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমা গোল করেন বাংলাদেশকে এগিয়ে দেন। এরপর অবশ্য নেপাল আক্রমণের চেষ্টা করেছিল। গ্যালারিতে নেপালের সমর্থকরা তাদের হয়ে গলা ফাটান। কিন্তু সমর্থকদের চিৎকারেও বাংলাদেশের মেয়েদের সমস্যা হয়নি।

প্রথম ম্যাচে তারা পাকিস্তানের সঙ্গে ড্র করে। এরপর ভারতকে ৩-১ গোলে হারায় তারা। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারায় তারা। এরপর মনে হয়েছিল ফাইনালটা বাংলাদেশের মেয়েদের হবে। আর সেটাই হলো।

ম্যাচ হারলেও নেপালের খেলা মুগ্ধ করেছে। পার্থক্য তৈরি করেছে বাংলাদেশের সুযোগ কাজে লাগানো। সাবিনারা সুযোগগুলো কাজে লাগাতে পারায় তারা জয়ের মুখ দেখেছেন। নেপাল এই নিয়ে মোট ৬ বার সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলল, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হলো তাদের।