স্কোর: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৯৬ ওভারে ৩৬৬/২ (বেডিংহ্যাম ৫০*, ডি জর্জি ১৬৬*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬)
গতকাল থেকে অবিচ্ছিন্ন টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহ্যাম। দ্বিতীয় দিন সকালে প্রথম ঘণ্টাতেও তাদের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ। তাতে তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে অগ্রসর হচ্ছেন তারা। ডি জর্জি দেড়শ রান ছাড়িয়েছেন। বেডিংহ্যাম পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। তিনি ফিফটি তুলে নিয়েছেন ৭০ বলে।
ডি জর্জি-বেডিংহ্যাম জুটি পঞ্চাশ ছাড়ালো
গতকাল থেকে প্রতিরোধ গড়ে খেলছেন সেঞ্চুরিয়ান টনি ডি জর্জি। বেডিংহ্যামকে সঙ্গে নিয়ে গড়েছেন নতুন জুটি। দ্বিতীয় দিন সকালে ৮৭তম ওভারে পঞ্চাশ ছাড়িয়েছে এই জুটি। তাতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে সফরকারী দল।
ভালো কিছুর আশায় দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আক্ষরিক অর্থেই বাংলাদেশের ওপর কর্তৃত্ব করেছে দক্ষিণ আফ্রিকা। জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে। ট্রিস্টান স্টাবস ১০৬ রানে আউট হলেও যে টনি ডি জর্জিকে মাহিদুল ৬ রানে জীবন দিয়েছেন তার সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়ারা বড় সংগ্রহের দিকে ছুটছে। প্রথম দিন মাত্র দুটি উইকেট নিতে পারা বাংলাদেশ দ্বিতীয় দিন ভালো কিছুর আশায় মাঠে নেমেছে।
আগের দিন আলোর স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে সফরকারীদের সংগ্রহ ছিল প্রথম ইনিংসে ২ উইকেটে ৩০৭ রান। মাঠে গড়িয়েছে ৮১ ওভার। প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া ডি জর্জি ১৪১ রান নিয়ে দিন শুরু করেছেন। ১৮ রানে মাঠে নেমেছেন ডেভিড বেডিংহ্যামও। গতকাল দুটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম।