My Sports App Download
500 MB Free on Subscription


১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজ শেষ করে এসেই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। সব কিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কান সফরে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। সফরে দুটি টেস্ট খেলবে দুই দল।

রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দুইটা টেস্ট এক ভেন্যুতেই হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবরে মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’শ্রীলঙ্কা সফর শেষ করে আসার পর নিজেদের মাঠে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী মে মারে ২০ তারিখে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা। প্রধান নির্বাহী জানালেন সেটাই, ‘শ্রীলঙ্কা সফর শেষ করে আসার পর আমরা দুই সপ্তাহের মতো বিশ্রাম পাবো। শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে আসবে। সম্ভবত মে মাসের ২০ তারিখের দিকে বাংলাদেশে আসার কথা।’

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে ভারত। আগামী জুনে অনুষ্ঠেয় ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে বিরাট কোহলিরা। ভারতের ফাইনালে যাওয়ার কারনে এশিয়া কাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে। জুনেই শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলে এশিয়া কাপ। এশিয়া কাপ যথা সময়ে না হলে বিসিবির ভাবনায় ঘরোয়া কোন টুর্নামেন্ট আয়োজন করা। প্রধান নির্বাহী জানালেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল দেখে। এশিয়া কাপ বাতিল নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তারপরও হয়ে গেলে আমরা ওই স্লটে কোনো ডমেস্টিক টুর্নামেন্টের ফিক্সড করা যায় কিনা। আমরা এখনও কাজ করছি বিষয়টা নিয়ে, আমাদের ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্যানেল করে একটা পূর্ণাঙ্গ ক্রিকেট ক্যালেন্ডার বোর্ডকে উপস্থাপন করা।’