My Sports App Download
500 MB Free on Subscription


ফিলিস্তিনের হয়ে কথা বললেন মোস্তাফিজ-তাসকিনরা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ধীরে ধীরে সরব হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মুশফিক-রুবেলদের দেখানো পথে হেঁটেছেন মোস্তাফিজুর রহমান- সাব্বির রহমান ও তাসকিন আহমেদরা।

বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মোস্তাফিজুর রহমান। পোস্টে ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে তিনি ক্যাপশন করেছেন, ‘আমি ফিলিস্তিনের সাথে আছি।’ 

সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন তিনি আছেন নির্যাতিত এইসব মানুষদের সাথে, ‘আমি বাংলাদেশি। আমি ফিলিস্তিনের সাথে আছি।’

সাব্বির তার অফিশিয়াল ফেসবুক পেজে ‘সেভ প্যালেস্টাইন’ লেখা উত্তোলিত মুষ্টিবদ্ধ হাতের ছবি দেন। এর ক্যাপশনে লেখা ছিল, ‘আমি সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।’

অফস্পিনিং অলরাউন্ডার আরাফাত সানি অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন।’

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর অবসানের ইঙ্গিতও খুব সামান্য। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।