My Sports App Download
500 MB Free on Subscription


এই জয়কে আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ হিসেবে দেখছেন মুশফিক

টানা তিন ম্যাচ হারার পর অবশেষে স্বস্তির জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা। এই জয়কে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জয় হিসেবে দেখছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার বরিশালকে সাত উইকেট হারিয়ে সংবাদ সম্মেলনে এমন কথাই বলেছেন মুশফিক। 

১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জয়টা সহজে হয়নি ঢাকার। লো স্কোরিং ম্যাচে কৌশলী খেলতে গিয়েই কিছুটা স্লো ক্রিকেট খেলেছে বলে জানালেন মুশফিক, ‘ছোট লক্ষ্য তাড়া করবেন তখন কিছুটা কৌশলী হতে হবে। ওই সময় প্রতিপক্ষের হারানোর কিছুই থাকেনা। তারা ২০ ওভারে আক্রমণাত্মক ভূমিকাই পালন করবে। আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। তারা সেটা করেছে এবং আমরাও শুরুতে দ্রুত উইকেত হারিয়ে ফেলি। ফলে আমাকে একটু সাবধানী হতে হয়েছে। আমার বিশ্বাস ছিল আমি একপাশে থাকলে অন্য পাশ থেকে ২/১ ৩০-৪০ রানের একটা ইনিংস খেলতে পারলে জিততে পারব। আরও আগেই ম্যাচটা শেষ করতে পারলে আমাদের জন্য ভালো হত কারোন নেট রান রেটে আমরা পিছিয়ে আছি। কিন্তু জয় তো জয়ই, আমরা খুশি। এই জয় আমাদের পরের ম্যাচের জন্য আত্মবিশাসী করবে।’

এমন জয়ের পর বোলারদের পারফরম্যান্সের মনে করিয়ে দিলেন মুশফিক, ‘আমি বেশ আত্ববিশ্বাসী ছিলাম যে আমাদের বোলাররা তাদের কাজ ঠিকমত করতে পারবে। বোলারদের ভালো বোলিং এবং ফিল্ডারদের ভূমিকার কারনে আমরা তাদের অল্পতে আঁটকে দিতে পেরেছি।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরুর ম্যাচগুলোতে রান বেশি হলেও গত দুইদিনে রান উঠছে কম। উইকেটগুলো যথেস্ট রোদ পাচ্ছে না বলেই এমন অবস্থা হয়েছে বলে মনে করেন মুশফিক, ‘আপনি যদি উইকেটের দিকে তাকান দেখবেন এটা ব্যবহৃত উইকেট। এখানে সূর্যের তাপ পড়েনি খুব একটা। একদিনের মধ্যে কিউরেটরের পক্ষে সম্ভব না একটা ফ্রেশ উইকেট তৈরি করা। কারণ ঘাসে তাদের অনেক পানি দিতে হয়। তার উপর খুব একটা সূর্যের আলো পড়েনি। আমি মনে করি কিউরেটরের জন্য বেশ কঠিন কাজ। দ্রুত পরিস্থিতি বুঝে যা করার আমাদেরই করতে হত। যেটা আমরা করেছিও আজকে।’