ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে তার প্রভাবও পড়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে রোহিত শর্মারা। নেমে গেছে দুই নম্বরে। সামনে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগেই শীর্ষস্থান দখলে নিয়েছে অস্ট্রেলিয়া।
টেবিলে অস্ট্রেলিয়ার পরই ভারতের স্থান। কিন্তু রোহিতদের দুর্ভাগ্য পয়েন্ট শতাংশের হিসেবে তারা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডেরও কাছে! শতাংশের হিসেবে ভারতের পয়েন্ট ৫৮.৩৩। তিনে থাকা শ্রীলঙ্কার ৫৫.৫৬ এবং চারে থাকা নিউজিল্যান্ডের ৫৪.৫৫। শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার ৬২.৫০। এই অবস্থায় সামনে যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তাই রোহিতদের জন্য শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা ঝুঁকিতে পড়ে গেছে।
ভারতের মতো শ্রীলঙ্কারও রয়েছে টেস্ট সিরিজ। তারা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে। অপর দিকে নিউজিল্যান্ডও নভেম্বর, ডিসেম্বরে ইংল্যান্ডকে আতিথ্য দেবে।
শীর্ষে থাকা ৬টি দলই যেহেতু বেশ কয়েকবার মুখোমুখি হচ্ছে। ফাইনালের আগে চূড়ান্তভাবে টেবিলের অবস্থানগত দৃশ্যপট ব্যাপকভাবে মোড় নিতে পারে। ২০২৫ সালের জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল।