বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক তামিম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি হাফসেঞ্চুরির দেখা পেয়েন তিনি। মঙ্গলবার ক্রাইস্টচার্চে নিইজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করে এই কৃতিত্ব দেখান তামিম।
ডানেডিনে ১৩১ রানে অলআউট হওয়ার পর ক্রাইস্টাচার্চের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো তামিমদের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।
তামিম অপর প্রান্তে সতর্ক শুরুর পর মেরে খেলার চেষ্টায় থাকেন। বিশেষ করে অষ্টম ওভারে কিছু চার মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। প্রথম ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় উইকেট কিাপর ব্যাটসম্যান লিটনকে।
কিছুটা ধীরস্থির ভাবে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের ইনিংসটাকে বড় করতে থাকেন তামিম। যদিও ৩৪ রানে আউট হয়ে যেতে পারতেন ড্যাশিং এই ওপেনার। ১৫তম ওভারের পঞ্চম বলে কিউই পেসার জেমিসনকে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন তামিম। সেই ক্যাচটি ঠিকমতো লুফে নিতে পারেননি জেমিসন, থার্ড আম্পারের কল্যানে দ্বিতীয় জীবন পান।
৪৫ থেকে নার্ভাস তামিমকে দেখা গেছে। ৬৮ বলে ৪৫ রান পৌঁছালেও হাফসেঞ্চুরি ছুঁতে তামিমকে খেলতে হয়েছে ৮৪ বল! মিচেল স্যান্টনারের ওভারে লং অনে বলটি ঠেলে দিয়ে সিঙ্গেল নেন তামিম। আর
তাতেই হাফসেঞ্চুরির হাফসেঞ্চুরিতে পৌঁছে যান তিনি।
বিশ্ব ক্রিকেটে ১৪৫ হাফসেঞ্চুরির করার রেকর্ড আছে। ভারতীয় লিজেন্ডস ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই রেকর্ডের ভাগিদার। ক্রিকেট বিশ্বে ৫০ হাফসেঞ্চুরি অহরহ থাকলেও বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে এমন মাইলফলক কেবল তামিমেরই আছে। সাকিব আল হাসান এই কীর্তি থেকে দুটি হাফসেঞ্চুরি পেছনে আছেন।
৫০ হাফসেঞ্চুরির মধ্যে ঘরের মাঠে সর্বোচ্চ ২৫টি হাফসেঞ্চুরি করেছেন তামিম। ১৭টি হাফসেঞ্চুরি প্রতিপক্ষের মাঠে হলেও ৮টি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।