My Sports App Download
500 MB Free on Subscription


বাংলাদেশকেই ফেভারিট মানছেন ক্যারিবীয় কোচ

বাংলাদেশকেই ফেভারিট মানছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। এই সফরে তুলনামূলক তরুণ দল নিয়ে এসেছে ক্যারিবীয়রা। সিমন্স আশাবাদী তার দলের তরুণরা এই সুযোগটি লুফে নেবেন।

বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেটাররা। এর মধ্যে রয়েছেন দলটির টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার এবং ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড।

সেই সঙ্গে ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হ্যাটমায়ার এবং নিকোলাস পুরানরাও নিজেদের সরিয়ে নিয়েছেন এই সিরিজ থেকে। তবুও কঠিন লড়াইয়ের আশা করছেন ক্যারিবীয় কোচ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) এক ভিডিও কনফারেন্সে সিমন্স বলেছেন, 'বাংলাদেশ স্পষ্ট ফেভারিট কারণ তারা ঘরের মাঠে ভালো খেলে। আমরা এটির সাথে দ্বিমত করতে পারি না।'

বাংলাদেশে স্পোর্টিং উইকেটে খেলা হবে বলেই আশাবাদী সিমন্স। তিনি বলেছেন, 'আমি এখানে ভিন্ন দল নিয়ে এর আগেও এসেছি। আমরা এখানে ভালো ওয়ানডে পিচ পেয়েছিলাম। আমরা এই সিরিজেও ভালো পিচ আশা করছি।'

নিজেদের দলকে পুরোপুরি অনভিজ্ঞ বলতে নারাজ ক্যারিবীয় কোচ। তিনি মনে করেন অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হলেও অনেক ক্ষেত্রেই এটা উৎসাহ এবং জয়ের ক্ষুদা অভিজ্ঞতাকেও পরাস্ত করে।

সিমন্সের ভাষ্য, 'অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু সময় উৎসাহ এবং জয়ের ক্ষুধা অভিজ্ঞতাকে পরাস্ত করে। আমাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে।'