My Sports App Download
500 MB Free on Subscription


আইপিএলে নতুন ঠিকানায় মোস্তাফিজ

আইপিএলে ফিরলেন মোস্তাফিজুর রহমান। দুই মৌসুম ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বাইরে ছিলেন বাংলাদেশি পেসার। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

অর্থাৎ, আরেকটি নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দুই বছর বাইরে ছিলেন প্রতিযোগিতা থেকে। এবার তিনি ফিরছেন রাজস্থানের জার্সি গায়ে।নিলামে মোস্তাফিজকে ‘বিড’ করেই পেয়ে গেছে রাজস্থান। অন্য কোনও দল আর আগ্রহ না দেখানোর ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে ঘরে তুলেছে আইপিএলের প্রথম আসরের বিজয়ীরা।

২০১৬ সালের আইপিএল নিলামে প্রথমবার নাম যোগ হয় মোস্তাফিজের। প্রথমবারেই তাকে কিনে নেয় হায়দরাবাদ। আর মাঠে নেমে তিনি যা করেছেন, তা ছিল দেখার মতো। ১৬ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের শিরোপা জেতার পথে মোস্তাফিজ ছিলেন প্রথম সারিতে। পরের মৌসুমেও কাটান হায়দরাবাদে। কিন্তু চোটের কারণে নিজের সেরাটা দিতে পারেননি। পরে ২০১৮ সালের নিলামে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর গত দুই বছর ছিলেন না বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া টি-টোয়েন্টিতে।