চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবারের (২১ এপ্রিল) আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের অপরাধে শাস্তি পেলেন এউইন মরগ্যান। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
স্লো ওভার রেট সম্পর্কিত আইপিএলের আচরণবিধির অধীনে এই মৌসুমে এটাই কলকাতার প্রথম অপরাধ।আইপিএল গাইডলাইন অনুযায়ী, প্রথমবার স্লো ওভার রেটের অপরাধে ওই দলের অধিনায়ককে গুনতে হবে ১২ লাখ রুপি। মৌসুমে দ্বিতীয়বার একই ঘটনা ঘটলে অধিনায়ককে দিতে হবে দ্বিগুণ জরিমানা, মানে ২৪ লাখ রুপি। একই সঙ্গে একাদশের অন্য খেলোয়াড়দেরও ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থাৎ ৬ লাখ রুপি জরিমানা করা হবে।
তৃতীয়বার একই অপরাধ করলে অধিনায়ককে ৩০ লাখ রুপি দিতে হবে এবং নিষেধাজ্ঞা হবেন এক ম্যাচ। আর একাদশের অন্য সদস্যদের প্রত্যেককে করা হবে ১২ লাখ রুপি জরিমানা। যে কোনও অপরাধের জন্য একই শাস্তি প্রযোজ্য হবে।আইপিএলে চার ম্যাচে টানা তিনটি হারের হতাশায় ভুগছে কলকাতা। চেন্নাইয়ের দেওয়া ২২১ রানের টার্গেটে নেমে আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স তাণ্ডবে ম্যাচ জমিয়ে তুলেছিল তারা। কিন্তু পাঁচ বল আগেই ২০২ রানে অলআউট হয়ে ১৮ রানের হার বরণ করে কলকাতা।