My Sports App Download
500 MB Free on Subscription


জয় পেতে খুলনার প্রয়োজন ১৪৬ রান

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে জিততে জেমকন খুলনার করতে হবে ১৪৬ রান। টস হেরে ব্যাটিং করা রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। নাজমুলের ৫৫ রানের পর সোহানের ৩৭ রান খুলনার জন্য চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করেছে।

ইনিংসের শুরুতেই সাফল্য পেয়েছিল খুলনা। দ্বিতীয় ওভারে শুভাগত ঘূর্ণির কাছে পরাস্ত হয়ে উইকেট বিলিয়ে দেন রাজশাহীর ওপেনার আনিসুল হক ইমন। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন ও রনি তালুকদার মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু রনি ১৭ বলে ১৪ রান করে ফিরে গেলে আবারো বিপর্যয়ে পড়ে রাজশাহী। এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রাখেন নাজমুল। খেলেন ৫৫ রানের ইনিংস। ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় নাজমুল তার ৫৫ রানের ইনিংসটি খেলেছেন।  

রবিবার একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল রাজশাহী। গত কয়েক ম্যাচ নিয়মিত খেলা মোহাম্মদ আশরাফুলকে ড্রপ দিয়ে সাইফউদ্দিনকে দলে নিয়েছে রাজশাহী। তবে আশরাফুলের জায়গায় ব্যাটিং করা মেহেদী হাসান হয়েছে ব্যর্থ। চার নম্বরে নেমে এই ব্যাটসম্যান খেলেছেন ৯ রানের ইনিংস। শেষ দিকে নুরুল হাসান সোহানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের সংগ্রহ পায় রাজশাহী। ১৯ তম ওভারে আল আমিনের বলে ঝড় তোলেন নুরুল হাসান। ২ চার ও ২ ছক্কায় সোহান ওই ওভারে ২২ রান তোলেন। শেষ ওভারে অবশ্য তিন রানের বেশি করতে পারেননি সোহান-জাকির জুটি।

সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে রাজশাহী। নুরুল হাসান ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এছাড়া জাকির আলী ১৯ বলে ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।খুলনার বোলারদের মধ্যে ৩ ওভারে ২৫ রান দিয়ে দলের সেরা বোলার শুভাগত হোম। শহিদুল, আল আমিন ও মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়েছেন। সাকিব আল হাসান চার ওভার বোলিং করে ১৭ রান খরচায় উইকেট শূন্য ছিলেন।