My Sports App Download
500 MB Free on Subscription


শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের খোঁজে বাংলাদেশ

রাত পোহালেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সব ফরম্যাট মিলিয়ে দশ ম্যাচে জয়ের মুখ দেখে না বাংলাদেশ দল। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের পর নিউজিল্যান্ডে দুই ফরম্যাটের ৬ ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলেছে মুশফিক-তামিমরা। এর কোনটিতেই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি বাংলাদেশ। তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে হারের বৃত্ত ভাঙ্গতে মুখিয়ে স্বাগতিকরা। কৃত্রিম আলোতে অনুষ্ঠিত ম্যাচটি মাঠে গড়াবে দুপুর একটায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

দীর্ঘদিন পর বাংলাদেশ দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারছে। অধিনায়ক তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিবদের নিয়ে বেশ অভিজ্ঞ দল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। শ্রীলঙ্কাতে ছিলেন না সাকিব ও মোস্তাফিজের কেউই। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব ও মোস্তাফিজের অন্তর্ভূক্তিতে দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে। বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণে ধার বাড়ছে অনেকখানিই। আইপিএলে মোস্তাফিজ কারিশমা দেখিয়েছেন। ওই ধারা অব্যহত থাকলে কঠিন পরিস্থিতে পড়তে হবে লঙ্কানকে। এছাড়া ইনজুরি কাটিয়ে মাহমুদউল্লারও সম্পূর্ণ ফিট। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারছেন তিনি।

তবে সফরকারী শ্রীলঙ্কা বাংলাদেশে এসেছে তরুণদের নিয়ে। তাদের নিয়মিত অনেক ক্রিকেটারই নেই এই সিরিজে। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ২০ সদস্যের দলের ৯ জনই অনুপস্থিত। সবমিলিয়ে অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই পিছিয়ে শ্রীলঙ্কা। তবুও সফরকারীদের সমীহ করছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ‘শ্রীলঙ্কার দুই-একজন বড় খেলোয়াড় এবার নেই। চান্দিমাল নেই, ম্যাথিউস নেই। তবে তাদের হাই কোয়ালিটি খেলোয়াড় আছে। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। তরুণ দলটি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে যা আমাদের চাপের কারণ হতে পারে। ’

তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ দল ওয়ানডেতে এমনিতেই শক্তিশালী। ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে একটি মাত্র ওয়ানডে সিরিজ হেরেছে স্বাগতিকরা। সেটাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা উজ্জ্বল নয়। ৫০ ওভারের ক্রিকেটে দুই দল ৪৮ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩৯ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে মাত্র ৭ বার জিতেছে বাংলাদেশ। বাকি ২টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। নিজেদের মাটিতে খেলেও শ্রীলঙ্কাতে পেছনে ফেলতে পারেনি বাংলাদেশ। ১৭ ম্যাচের মধ্যে মাত্র ৪ বার জয়ের মুখ দেখেছে বাংলাদেশ।শনিবার কী পারবে জয়ের সংখ্যাটা বাড়াতে। ডমিঙ্গো জানালেন পুরনো ভুলগুলো শুধরাতে পারলেই জয়ের ধারায় ফেরা সম্ভব হবে, ‘আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা। কেমন হবে মিরপুরের উইকেট? স্বভাবগত ভাবেই শেরে বাংলার উইকেট স্পিনারদের স্বর্গ রাজ্য। এখানে ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়। বল পিচ করে কিছুটা ধীরে আসে। রবিবারের ম্যাচে কী এমন উইকেট দেখা যাবে। দুই দলেই চলছে এই নিয়ে বিস্তর আলোচনা। ম্যাচের আগের দিন দুই দলের অধিনায়ক-কোচ দফায় দফায় উইকেট দেখেছেন,, হয়তো বোঝার চেষ্টা করেছেন কী আছে মিরপুরের ২২ গজে?উইকেট কেমন হবে, সে ব্যাপারে কিছু না জানালেও তামিম অবশ্য প্রত্যাশিত উইকেটের কথাই বলেছেন, ‘উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছি কিউরেটরকে। খুব ষ্পষ্ট বার্তাই দিয়েছি, উইকেটের দায়িত্বে যারা আছে। আশা করি আমরা যেমন চাই, তেমন উইকেটই পাব।’