টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নতুন কোনো মুখ নয়, শুরু হয়েছিল ২০০০ সালের নভেম্বরে। টাইগারদের ১৮ বছর পরে রাজসিক টেস্টে অভিষেক হয় আফগানদের। আইসিসি'র সবশেষ টেস্ট র্যাংকিংয়ে আনকোরা সেই আফগানদেরও নিচে নেমে গেছে বাংলাদেশ দল।
বুধবার টেস্ট র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। সেখানে দেখা মিলেছে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে আফগানিস্তান। নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে দশে। এর আগে প্রকাশিত র্যাংকিংয়ে দশ নম্বরে ছিল জিম্বাবুয়ে।নিজেদের ইতিহাসে মাত্র চারটি টেস্টই এখন পর্যন্ত খেলেছে আফগানরা। এর ভেতর দুটিতেই জয় পেয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে একবারের দেখায় শেষ হাসিটা হেসেছিল রশিদ খানের নেতৃত্বের দলটি। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল।
ওই বছর থেকে এখন পর্যন্ত খেলা সাত টেস্টের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দুর্বল জিম্বাবুয়েকে টাইগাররা হারিয়েছিল ইনিংস ব্যবধানে। কিন্তু বাকি ছয়টিতে বাজেভাবে হারে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে ম্যাচটি ছাড়া অন্য সবগুলো ছিল ইনিংস ব্যবধানে হার।অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই আবারও র্যাংকিংয়ে ওপরে ওঠার সম্ভবনা রয়েছে টাইগারদের। উইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করতে পারলেই আফগানদের পেছনে ফেলে আবারও নয়ে উঠে যাবে বাংলাদেশ।অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষের সিরিজটি ২-০'তে জিতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে শীর্ষে কিউইরা। কেইন উইলিয়ামসনের দলের রেটিং পয়েন্ট ১১৮। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৬। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ভারত।