My Sports App Download
500 MB Free on Subscription


কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলনে মাহমুদউল্লাহর সন্তুষ্টি

আর মাত্র দুই দিন, তারপর মিলবে মুক্তি। নিউ জিল্যান্ডে পৌঁছানোর পর দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে যে বাংলাদেশ! এই কড়াকড়ির জীবনের ১২তম দিন কাটিয়ে রোমাঞ্চকর কিছুর অপেক্ষায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সোমবার মাহমুদউল্লাহ নিজের অবস্থান জানান দিয়ে দিলেন উচ্ছ্বসিত কন্ঠে, ‘দুই দিন আরও কোয়ারেন্টাইন আছে। দোয়া করছি যেন আমাদের সবার ফল নেগেটিভ আসে। তারপর আমরা বাইরে যাবো।’নিউ জিল্যান্ডে পৌঁছে প্রথম সাত দিন আইসোলেশন থাকার পর করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর গ্রুপ করে অনুশীলন করছে বাংলাদেশ। ৭টি গ্রুপে ভাগ হয়ে অনুশীলন চালাচ্ছে বাংলাদেশ। অনুশীলনের সুযোগ-সুবিধায় টি-টোয়েন্টি অধিনায়ক শতভাগ সন্তুষ্ট, ‘আমরা কোয়ারেন্টাইনে থেকেও অনুশীলন করতে পারছি। সুযোগ-সুবিধা অসাধারণ। উইকেটগুলোও খুব ভালো। তো খুব ভালো অনুশীলন হচ্ছে।’

অনুশীলনে কোনও ঘাটতি রাখছেন না এই বাংলাদেশি অলরাউন্ডার, ‘যে দুই ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন সঠিক অনুশীলন করতে পারি। আমাদের স্কিল ট্রেনিং, রানিং বা ফিটনেসের কাজ যদি থাকে, সেগুলো ওই সময়ে করছি। উপভোগ করছি।’ক্রাইস্টচার্চে আরও দুইদিন কোয়ারেন্টাইন করে বাংলাদেশ দল চলে যাবে কুইন্সটাউনে। সেখানে জাতীয় দলের মূল প্রস্তুতি হবে। পাঁচদিনের ক্যাম্প হবে সেখানেই।এরপর সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ডানেডিনে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। ওয়ানডে শেষ হওয়ার একদিন পরই দুই দল টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি হ্যামিল্টনে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।