My Sports App Download
500 MB Free on Subscription


পিএসএলে নতুন ভূমিকায় উমর গুল

২০১৬ সালের পর পাকিস্তানের জার্সিতে খেলতে দেখা যায়নি উমর গুলকে। যদিও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন সাবেক এই পেসার। তবে গেল অক্টোবরে সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। ক্রিকেটকে বিদায় বলার মাস কয়েক পরই নতুন দায়িত্ব পেলেন সাবেক এই ডানহাতি পেসার।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের আগে গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের বদলি হিসেবে গুলকে নিয়োগ দিয়েছে দলটি।

মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যুক্ত কোচ কিংবা টিম ম্যানেজম্যান্টদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যে কারণে রাজ্জাককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে গ্লাডিয়েটর্সরা। গুলকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে পিএসএলের প্রথম দুই আসরে গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি। পিএসএলে বোলিং কোচের দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। সেই সঙ্গে দলের তরুণ বোলারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গুল বলেন, ‘পিএসএলের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্লাডিয়েটর্সের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। তাদের দারুণ কয়েকজন তরুণ বোলার রয়েছে এবং আমি তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং আমাকে এই বিশাল সুযোগ দেয়ার জন্য নাদিম ওমর ও মঈন খানকে ধন্যবা জানাতে চাই। ‘

২০০৩ সালের এপ্রিলে শারজায় ওয়ানডেতে অভিষেক হয় গুলের। টেস্ট জার্সি গায়ে জড়াতেও খুব বেশি সময় লাগেনি। ওই বছরই করাচিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় তাঁর। এরপর থেকে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই পেসার।

লাল বলের ক্রিকেটে খেলেছেন ৪৭ টেস্ট। যেখানে ৩৪.০৬ গড়ে নিয়ছেন ১৬৩ উইকেট । আর ওয়ানডেতে ১৩০ ম্যাচে পেয়েছেন ১৭৯ উইকেট। সেই সঙ্গে ৬০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮৫ উইকেট।