৩৭৫ দিন পর শেরে বাংলা স্টেডিয়ামের সবুজ গালিচাতে পা ফেললেন সাকিব। বিপ টেস্ট না দিলেও ফিজিও জুলিয়ান কেলাফতেকে নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন সাকিব। এভাবে আরও কয়েকটি সেশন কাটিয়ে বিপ টেস্ট দেবেন তিনি।
বিশ্বমানের ক্রিকেটার সাকিব এক বছর ক্রিকেটের বাইরে থাকলেও সবকিছুর সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘নিষেধাজ্ঞার পর আজেই প্রথম অনুশীলন শুরু করেছে সাকিব। ওর ফিটনেসের কী অবস্থা সেটি দেখা হবে। বুধবার ও (সাকিব) ফিটনেস টেস্ট দিবে। আস্তে আস্তে হবে, তাড়াতাড়ি তো সবকিছু পাওয়া যায় না। সাকিব ওয়েল এক্সপ্রেরিয়েন্স প্লেয়ার, পৃথিবীর সেরা ক্রিকেটার সাকিব, আমি মনে করি খুব তাড়াতাড়িই সাকিব মানিয়ে নিতে পারবে। পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ভালো করবে।’
সোমবার ৭৩ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৮ ক্রিকেটার ফেল করেছে। সবমিলিয়ে ক্রিকেটারদের ফিটনেসে সন্তুষ্ট প্রধান নির্বাচক, ‘বিপ টেস্টের ফলাফল ভালোই হয়েছে। অলমোস্ট ৯০ ভাগ ভালো ফল এসেছে। আমাদের যেটা বেঞ্চ মার্ক দেয়া আছে প্রথম শ্রেণিতে ওটাই এখানে দিয়েছি। আশা করছি যে সবাই একটা ভালো অবস্থানে আছে বলেই আশা করছি।’চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করছেন নির্বাচকরা। এ প্রসঙ্গে মিনহাজুল বলেছেন, ‘এখানে চারটা ক্যাটাগরি করা আছে। এ, বি , সি এবং ডি। এখানে এ ক্যাটাগরিতে ৫ জন আছে, বি ক্যাটাগরিতে ২৫ জনের মতো আছে। বাকিরা বাকি দুটি ক্যাটাগরিতে। তবে ফিটনেসের ফলফলের ভিত্তিতে আমরা ফাইনাল ড্রাফটা দিতে পারবো। আশা করি ১১ তারিখে খেলোয়াড় ড্রাফট তৈরি হয়ে যাবে।’