My Sports App Download
500 MB Free on Subscription


৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে নয়্যারের প্রথম লাল কার্ড

দীর্ঘ ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখে সেন্ট অফ হওয়ার মতো ঘটনা দেখতে হয়নি তাকে। ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে সেটাই দেখলেন বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে।

তাদের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনাটা ঘটে ম্যাচের শুরুর দিকে ১৮ মিনিটে। চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স থেকে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন। আগুয়ান প্রতিপক্ষ ডিফেন্ডর জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়েছিলেন নয়্যার। কিন্তু বায়ার্ন গোলকিপারের ছুটে যাওয়ার পর তার ধাক্কায় বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তখন মাঠে অভিষেক হয় ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজের। অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন।

বায়ার্ন অধিনায়কের এমন তিক্ত অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো ক্যারিয়ারে শুধু হলুদ কার্ড দেখেছেন ২৩বার। যার সবই এসেছে ক্লাব পর্যায়ে। ২০১৪ বিশ্বকাপ জেতা জার্মান গোলকিপারকে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেও সতর্কতার মাঝে পড়তে হয়নি।

২০বারের জার্মান কাপ জয়ী বায়ার্ন ও বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের মধ্যকার ম্যাচে শেষ হাসি হেসেছে লেভারকুসেন। তারা জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচেই ছিল উত্তেজনা। প্রথম ২২ মিনিটেই রেফারি হার্ম ওসমার্সকে নয়্যারের একটি লাল কার্ডের বিপরীতে ৩টি হলুদ কার্ড দেখাতে হয়েছে।