My Sports App Download
500 MB Free on Subscription


অ্যাতলেতিকোর হয়ে ছেলের প্রথম গোল, প্রশংসায় সিমিওনে

নিজের কোচিং করা ক্লাবেই খেলছেন ছেলে। সেই ক্লাবের হয়ে প্রথম গোল পাওয়ায় বাবার গর্ব না হয়ে পারে না। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন ২১ বছর বয়সী ছেলে গুইলিয়ানো। তাই ম্যাচ শেষে ছেলের প্রশংসা ঝরেছে ডিয়েগো সিমিওনের।

লা লিগায় লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩৭ মিনিটে দলকে প্রথম গোলটি এনে দেন গুইলিয়ানো সিমিওনে। নাহুয়েল মলিনার লং বল থেকেই জাল কাঁপান গুইলিয়ানো। ৮৩ মিনিটে স্কোর বাড়িয়ে নেন অ্যালেক্সান্ডার সরলথ। এই জয়ে লিগে জয়ের ধারায় ফিরেছে অ্যাতলেতিকো। গত সপ্তাহে রিয়াল বেতিসের কাছে হার দেখতে হয়েছে। এই জয় ছন্দ ফেরাতে সাহায্য করবে। জয়ের পর ছেলের প্রশংসা করে ডিয়েগো সিমিওনে বলেছেন, ‘সে পরিশ্রম করছে। অনুশীলনও ভালো করছে... তার উন্নতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যতক্ষণ নম্রতা থাকে, হৃদয় সব সময় সাড়া দেবে।’

ছেলে হওয়ায় আলাদা কোনও পক্ষ নিচ্ছেন না সিমিওনে। তার চোখে দলের বাকি সদস্যদের মতোই গুইলিয়ানো, ‘দলে থাকায় এটা তাকে করতেই হতো। সেজন্যই তাকে অ্যাতলেতিকোতে নেওয়া হয়েছে। তার নিজস্ব দায়িত্ব আছে, যেটার কোনও নাম নেই। তারা সবাই ফুটবলার...।’

এ সময় তিনি আরও জানান, ‘ক্লাব কিন্তু ছেলে কেনার জন্য অর্থ ব্যয় করেনি। সে যুব একাডেমিতে ছিল। আমাদের বিশ্বাস ছিল সে দলে ভূমিকা রাখতে পারবে।’

প্রাণঘাতী আকস্মিক বন্যার শিকার হয়েছে স্পেনের পূর্বাঅঞ্চল। যেখানে মৃতের সংখ্যা বেড়ে ২১১ জনে দাঁড়িয়েছে। গোল উদযাপনের সময় জার্সি উঁচিয়ে নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানান গুইলিয়ানো।