শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও তামিম হতাশ নিখুঁত ক্রিকেট খেলতে না পারায়। গত মঙ্গলবার সিরিজ নিশ্চিত হওয়ার পর তামিম বলেছিলেন শেষ ম্যাচটিতে নিখুঁত ক্রিকেট খেলতে চান। কিন্তু সেটি করতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবালের দল। অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমে সেটি বাস্তবায়ন করতে না পারার হতাশা তামিমের কণ্ঠে।
পুরষ্কার বিতরণী মঞ্চে তামিম বলেছেন, ‘গত ম্যাচের পর এবং এ ম্যাচের শুরুতে আমি বলেছিলাম, আমরা সিরিজ জিতেছি কিন্তু নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। আমরা এই সিরিজে আমাদের সম্ভাবনার পুরোটা দিয়ে খেলতে পারিনি। সিরিজ জেতার পরও আমি বলতে পারি, আমাদের কাজ করার মতো অনেক জায়গা আছে।’দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়া শ্রীলঙ্কা আক্রমাণত্মক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। তারপরও গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলে দেওয়াতাই লঙ্কান স্কোরবোর্ড সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন তামিম, ‘ওরা (শ্রীলঙ্কা) আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এ ম্যাচে এসেছিল এবং আমরা তাদের সেটি করতে সাহায্য করেছি। আমরা বেশি শর্ট বল করেছি। আমরা আমাদের সুযোগগুলো নেইনি, গুরুত্বপূর্ণ সময়ে দুটি ক্যাচ ফেলেছি এবং আমাদের হয়তো ৩০ রান কম তাড়া করতে হতো।’
দলে তরুণ ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারছে না। সিনিয়রদের মধ্য থেকেই কয়েকজনকে এগিয়ে আসতে হচ্ছে। এই সিনিয়র নির্ভরতা কতটা দু:চিন্তান। এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, ‘সিনিয়রদের ওপর নির্ভরতা দুশ্চিন্তার, কিন্তু আমি সবসময়ই তরুণদের উপর ভরসা রাখি। আমি তাদের দিকে আঙুল তুলি না, কারণ আমি জানি তারা কতটা পরিশ্রম করে। তারা পারফর্ম করলে আমরা দল হিসেবে আরও ভাল করবো। কিন্তু সমালোচনা করা সব সময়ই সহজ। আমি এমন কেউ নই যে নিজেদের খেলোয়াড়দের সমালোচনা করবো।’