My Sports App Download
500 MB Free on Subscription


সাকিবকে টপকালেন মুশফিক

ওয়ানডে ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে তামিম ইকবার। দ্বিতীয় অবস্থানে ছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের চেয়ে ২৩ রান দূরে থেকে ইনিংস শুরু করেছিলেন মুশফিক। লাকশান সান্দাকানের বলে ডাবলস নিয়ে সাকিববে ছাড়িয়ে যান এই উইকেট কিপার ব্যাটসম্যান।

মঙ্গলবার ম্যাচ শুরুর আগে মুশফিকের রান ছিলো ৬ হাজার ৪২৮। সাকিবকে টপকাতে মুশফিকের করতে হতো ২৩ রান। ৩৭ বলে ২৫ রান তুলে এই মাইলফলকে পৌঁছান সাকিব। শীর্ষে থাকা তামিমের বর্তমান রান ৭ হাজার ৫১৭। ২১৫ ম্যাচে ১৩ সেঞ্চুরি ও ৫১ হাফসেঞ্চুরি তামিম এই রান করেন। মুশফিক ২২৬ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৪০ হাফসেঞ্চুরিতে ৬ হাজার ৪৫৩ রান করেছেন (এই রিপোর্ট লেখা পর্যন্ত)।  

অন্যদিকে তৃতীয় স্থানে থাকা সাকিবের রান ৬ হাজার ৪৫১। মুশফিকের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে ৯ সেঞ্চুরি ও ৪৮ হাফসেঞ্চুরি এই রান করেছেন সাকিব। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই অলরাউন্ডার। ৫ ম্যাচের দুটিতে ৪৩ ও ৫১ রান এলেও কিছুটা স্লো ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ত্রাতার ভূমিকাতে মুশফিক। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান পেসার দুষ্মন্থ চামিরার বলে সাজঘরে ফেরেন তামিম ও সাকিব। ১৫ রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলের বিপর্যয় সামাল দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক।