My Sports App Download
500 MB Free on Subscription


সাকিব ভাই না থাকলেও দলে প্রভাব পড়বে না: মুমিনুল

সাকিব বিহীন আরেকটি সফর শুরু হচ্ছে বাংলাদেশের। সোমবার দুপুরে ২১ সদস্যের বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে। সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে মুমিনুলের দল। যাওয়ার আগে মুমিনুল জানিয়ে গেলেন সাকিব না থাকলেও দলে এর কোন প্রভাব পড়বে না।

নিষেধাজ্ঞার বেশ কয়েকটি টেস্ট মিস করেছিলেন সাকিব। নিসেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরলেও প্রথম টেস্টেই ইনজুরিতে পড়ে ছিটকে যান এই অলরাউন্ডার। আর আইপিএলের কারনে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। সাকিববিহীন আরকেটি সিরিজে স্বাভাবিক ভাবেই প্রভাব পড়ার কথা। মুমিনুল সেটা মনে করেন না, ‘না আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না।’ 

অধিনায়ক হিসেবে মুমিনুলের দূর্ভাগ্য বলতে হবে। নিজের অধিনায়কত্বের পুরো সময়টাতেই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেননি তিনি। বিভিন্ন সিরিজে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই দলকে নেতৃত্ব দিতে হচ্ছে মুমিনুলকে, সেটার প্রভাবতো নিশ্চই আছে? যদিও মুমিনুল বলছেন, সব ক্রিকেটারই শারীরিক দিক থেকে সমান। কারও ১০-১২টা হাত নেই যে, কেউ বিশেষ কিছু করে ফেলবে।

রবিবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পরবে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন করেছে রাসেল ডোমিঙ্গো। শুক্রবার বাংলাদেশ আসেন মুমিনুলদের কোচ। শনিবার করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। রবিবার ডোমিঙ্গোর নেতৃত্বে সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুশীলন চলে দুপুর পর্যন্ত।   

শ্রীলঙ্কা সফরের আগেরদিন মিরপুরে মুমিনুল বলেন, 'আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। যারা ৪ দিনের ম্যাচ খেলেছে, তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে। আমি ৪ দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। যেভাবে দরকার, ওইভাবে আমার মনে হয় নিতে পেরেছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে এসেছে, ওদের জন্য একটু কঠিন। কিন্তু যারা শুধু টেস্ট খেলে, ওরা দুটি ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে।'

 শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ২১ এপ্রিল প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।