My Sports App Download


মিনি নিলামে উড়ল ২১৫ কোটি টাকা! নিলামে কে কোন দল পেলেন

আইপিএল ২০২৬-র মিনি নিলাম শেষ। এবারের নিলামে বিক্রি হলেন ৭৭ জন প্লেয়ার, যার মধ্যে ২৯ জন বিদেশি। সব মিলিয়ে খরচ হল ২১৫.৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি দাম পেলেন ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। রইল সব দলের নিলাম থেকে কেনা প্লেয়ার ও রিটেনশন তালিকা। 

 

মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার: ক্যামেরন গ্রিন ২৫.২০ কোটি, মাথিশা পাথিরানা ১৮ কোটি, মুস্তাফিজুর রহমান ৯.২০ কোটি, তেজস্বী সিং ৩ কোটি, রাচীন রবীন্দ্র ২ কোটি, ফিন অ্যালেন ২ কোটি, আকাশ দীপ ১ কোটি, টিম সেইফার্ট ১.৫০ কোটি, রাহুল ত্রিপাঠী ৭৫ লক্ষ, দক্ষ কামরা ৩০ লক্ষ, সার্থক রঞ্জন ৩০ লক্ষ, প্রশান্ত সোলাঙ্কি ৩০ লক্ষ, কার্তিক ত্যাগী ৩০ লক্ষ

রিটেনশন তালিকা: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্ককৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, রমনদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, উমরান মালিক

 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার: ভেঙ্কটেশ আইয়ার ৭ কোটি, মঙ্গেশ যাদব ৫.২০ কোটি, জ্যাকব ডাফি ২ কোটি,জর্ডান কক্স ৭৫ লক্ষ, কৌশিক চৌহান ৩০ লক্ষ, ভিহান মালহোত্রা ৩০ লক্ষ, ভিকি অসতোয়াল ৩০ লক্ষ, সাত্ত্বিক দেশওয়াল ৩০ লক্ষ

রিটেনশন তালিকা: রজত পাতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, যশ দয়াল, জস হ্যাজেলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, রশিখ দার, সুয়শ শর্মা, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, জ্যাকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, অভিনন্দন সিং।

 

চেন্নাই সুপার কিংস

মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার: কার্তিক শর্মা ১৪.২০ কোটি, প্রশান্ত বীর ১৪.২০ কোটি, রাহুল চাহার ৫.২০ কোটি, ম্যাট হেনরি ২ কোটি, আকিল হোসেন ২ কোটি, ম্যাথু শর্ট ১.৫০ কোটি, জ্যাক ফোকস ৭৫ লক্ষ, সরফরাজ খান ৭৫ লক্ষ, আমন খান ৪০ লক্ষ
রিটেনশন তালিকা: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, এমএস ধোনি, ডিওয়াল্ড ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, শ্রেয়স গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস।
ট্রেড ইন: সঞ্জু স্যামসন (১৮ কোটি)

 

লখনউ সুপার জায়ান্টস

মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার: জস ইংলিশ ৮.৬০ কোটি, মুকুল চৌধুরী ২.৬০ কোটি, অক্ষত রঘুবংশী ২.২০ কোটি, আনরিখ নখিয়া ২ কোটি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ কোটি, নমন তিওয়ারি ১ কোটি
রিটেনশন তালিকা: ঋষভ পন্থ (অধিনায়ক), আইডেন মার্করাম, হিম্মত সিং, ম্যাথু ব্রিটজকে, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, আয়ুশ বাদোনি, আভেশ খান, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং রাঠি, আকাশ সিং, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, মহসিন খান।
ট্রেড ইন: মহম্মদ শামি (সানরাইজার্স হায়দরাবাদ থেকে ১০ কোটি), অর্জুন তেণ্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স থেকে ৩০ লক্ষ)

 

দিল্লি ক্যাপিটালস

মিনি নিলাম থেকে কেনা প্লেয়ার: আকিব দার ৮.৪০ কোটি, পাথুম নিসঙ্কা ৪ কোটি, কাইল জ