My Sports App Download


আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত, দু’নম্বরে বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে ঝলসে উঠেছিল বিরাট কোহলির ব্যাট। তিন ম্যাচে করেছিলেন ৩০২ রান। তার সুফলও পেলেন হাতেনাতে। আইসিসি’র ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট। শীর্ষস্থানে অবশ্য রোহিত শর্মাই। তবে দু’জনের মধ্যে ফারাক কমে ৮ পয়েন্ট। দুই মহাতারকা ফের দেশের জার্সিতে নামবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই সিরিজে ভালো পারফর্ম করে রোহিতকে পিছনে ফেলার সুযোগ থাকবে কোহলির সামনে। 


শেষবার ২০২১ সালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে ছিলেন কোহলি। পরে তাঁকে ছিটকে দেন বাবর আজম। এখন সিংহাসন রোহিতের দখলে। তবে কোহলি এভাবে ফের শীর্ষস্থানের দোরগোড়ায় পৌঁছে যাবেন, সেটা অনেকের কাছেই অকল্পনীয়। বিরাট এখন শুধু খেলেন ওয়ান ডে ফরম্যাটে। অনেকেরই ধারণা ছিল, লম্বা সময় বাইরে থাকায় তা প্রভাব ফেলবে তাঁর পারফরম্যান্সে। কিন্তু নিন্দুকদের ভুল প্রমাণ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা দু’টি শতরান উপহার দেন তিনি।


এদিকে, বোর্ডের বার্ষিক চুক্তিতে অবনমন হতে পারে দুই সিনিয়র ক্রিকেটারের। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়ায় বর্তমানে শুধুই ওডিআই খেলেন বিরাট ও রোহিত। তাই তাঁদের ‘এ+’ বিভাগে রাখা নিয়ে আপত্তি তুলেছে বোর্ডের একাংশ। তাদের দাবি, যেহেতু শুধুই একটি ফরম্যাটে খেলছেন তাঁরা, তাই বিরাট-রোহিতকে ‘এ’ বিভাগে নামিয়ে আনা হোক। ফলে আগামী ২২ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে ঝড় উঠতে পারে। তবে উন্নতি হবে শুভমন গিলের। টেস্ট ও একদিনের অধিনায়কের দায়িত্ব পাওয়ায় ‘এ’ বিভাগ থেকে ‘এ+’-এ উত্তীর্ণ হতে পারেন তিনি।