শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। এমন অবস্থায় তামিম-মুশফিকদের সামনে কড়া নারছে আরকেটি সিরিজ। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা আটে থাকতে হবে বাংলাদেশ। তাইতো লঙ্কান বিপক্ষে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। সিরিজ নিয়ে দলের ভাবনা জানালেন সৌম্য সরকার।
নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ফলে লঙ্কানদের বিপক্ষে তিনটি ম্যাচ জেতা ভীষণ গুরুত্বপূর্ণ। লঙ্কানদের বিপক্ষে ভালো করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সৌম্য সরকার। সিরিজের সম্ভাবনা নিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘বাংলাদেশের জন্য যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে আমরা ব্যর্থ হয়েছি। ওগুলো নিয়ে এখনো চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। সামনের শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, সবাই অবশ্য এখান থেকে আগেরগুলো ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি। আমাদের হোমের সিরিজটা হোমেই থেকে যাবে, এবং আমরা আশাবাদী সব খেলোয়াড় হোম সিরিজে ভালো খেলবে।’
শ্রীলঙ্কায় প্রথম টেস্টের ব্যাটিং এবং দুই টেস্টেই বোলারদের বোলিং আত্মবিশ্বাস দিচ্ছে সৌম্যকে, ‘আমার মনে হয় যারা শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলেছে অনেক ব্যাটিং করেছে যারা, বা বোলিং যেভাবে করেছে , তাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে। পাশাপাশি বোলিংটাও ভালো হয়েছে। আমরা বোলিং এবং ব্যাটিংয়ে শতভাগ দিতে পারলে ম্যাচ জিততে পারবো।’সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এছাড়া আইপিএলের কারনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলেও ছিলেন না তিনি। সাকিবের মতো মোস্তাফিজও আইপিএল খেলতে ছিলেন না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে। তবে তারা দুইজনই আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে। দুইজন ফেরাতে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন সৌম্য, ‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা সাইড পাওয়া যায়, তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা সাইড। মোস্তাফিজকে আমরা দেখছি, আইপিএলে অনেক ভালো বল করছে। তারা দুইজন ফিরলে দলের জন্যই ভালো হবে।’