My Sports App Download
500 MB Free on Subscription


চাপ নিচ্ছেন না মেহেদী

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়ে গেছে শেখ মেহেদী হাসানের। এখন অপেক্ষা ৫০ ওভারের ক্রিকেটের। কুড়ি ওভারের ক্রিকেটে মেহেদীর পারফরম্যান্স অবশ্য খুব ভালো নয়। ৪ ম্যাচে ১ উইকেট আর ১১ রান এসেছে তার ব্যাট থেকে। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট ও বলে দারুন করছেন এই ক্রিকেটার। যে কোন পজিশনে নির্ভার হয়ে সাবলিল ব্যাটিং করতে পারেন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারটা অতোটা ভালো না। তারপরও নির্বাচকরা ওয়ানডেতে তার উপর আস্থা রেখেছে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে। মেহেদী কী এটাকে চাপ মনে করছে? একদমই না, তরুণ এই অলরাউন্ডারের উত্তর, ‘না এটা আসলে অনুপ্রেরণা। প্রেশার হবে কেনো? আমরা যেহেতু ক্রিকেটার, চাপ নেওয়ার কিছু নাই। যেহেতু আমরা হার্ড ওয়ার্ক করছি, চেষ্টা করছি, এটা আমাদের অনেক কিছু। প্রেশার নিতে হলে সেটা ম্যাচের ভেতরে প্রভাব পড়ে, ম্যাচের বাইরে প্রেশারটা ওরকম আসে না।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নৈপুণ্য দিয়ে ওয়ানডে দলে জায়গা করে নেন ২৬ বছর বয়সী মেহেদী। গতকাল তিনি বলেন, ‘অবশ্যই পরিশ্রম করে আসছি বাংলাদেশ দলে খেলার জন্য। প্রথমে তো আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ এসেছে। আলহামদুলিল্লাহ।’সেরা একাদশে সুযোগ পেলে নিজেকে উজার করে দেবেন এই ক্রিকেটার, ‘ সেরা একাদশে সুযোগ পেলে, নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, যে জায়গায় যেখানে সুযোগ আসে চেষ্টা করব কাজে লাগানোর।’

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা হওয়ার লক্ষ্য মেহেদীর, ‘অবশ্যই যেহেতু অলরাউন্ডার, চেষ্টা থাকবে তিন বিভাগে ভালো করার। আমার তরফ থেকে তো ১০০% চেষ্টাই থাকবে ‘২০১৬ সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মেহেদী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। এরপর থেকেই মূলত নির্বাচকদের নজরে আসেন এই তরুণ। খুলনার ছেলে মেহেদী।