শ্রীলঙ্কা সিরিজকে কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। এক সপ্তাহ অনুশীলনের পর ক্রিকেটাররা আজ থেকে ছুটি পাচ্ছেন। এক সপ্তাহ ছুটি কাটানোর পর আগামী ১৭ মে দ্বিতীয় দফা অনুশীলন শুরু হবে।
রবিবার শেষ দিনের অনুশীলনে ছিলেন প্রায় পুরো দলই। হোম কোয়ারেন্টাইন পর্ব শেষে মাঠে ফেরেন শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটার ও কোচিং স্টাফরা। হোম অব ক্রিকেটে ঘন্টাখানেকের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের প্রথম দিন থেকেই ১৩ ক্রিকেটার মাঠে ছিলেন। রবিবার মুশফিক-লিটনসহ শ্রীলঙ্কা সফরের ৬ ক্রিকেটার অনুশীলন করেছেন। মূলত তাদের জন্য ঐচ্ছিক অনুশীলন হওয়াতে মাঠে দেখা যায়নি তামিম ইকবাল-শরিফুল ইসলামদের। সাকিব-মোস্তাফিজ কোয়ারেন্টিনে থাকায় তাদের অনুশীলনে দেখা যায়নি। ঈদের পর তাদের নিয়েই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।
রবিবারের অনুশীলনে ফিল্ডিংয়ের উপর জোড় দিয়েছিল বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে শ্রীলঙ্কা সফরেও ফিল্ডিং ভুগিয়েছে সফরকারীদের। ঘরের মাঠে লঙ্কান সিরিজকে সামনে রেখে তাই সতর্ক ক্রিকেটাররা। রবিবার ফিল্ডিংয়ের গুরুত্বের কথা জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ফিল্ডিং তো আমাদের নিয়মিত চর্চার একটা ব্যাপার। নিজের ইচ্ছারও ব্যাপার আছে যে আমি কতটুকু কষ্ট করতে পারি। ফিল্ডিংতো প্রতিদিনই হবে সে যাই হোক না কেন, আমার কাছে মনে হয় মানসিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি তারা চেষ্টা করছে, ভালো করার জন্য মুখিয়ে আছে তারা।’
সূচি অনুযায়ী আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। ঢাকায় ফিরেই তিনদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। এর পর ১৯ মে থেকে তারা অনুশীলনে ফিরতে পারবে। ১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে লঙ্কানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।