My Sports App Download
500 MB Free on Subscription


৭ রানে অলআউট হয়ে ‘লজ্জার’ রেকর্ডে আইভরি কোস্ট

এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা এত দিন ছিল আইল অব ম্যান ও মঙ্গোলিয়ার। দুটি দলই অলআউট হয়েছিল ১০ রানে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এমন বিব্রতকর পরিস্থিতিতে আইল অব ম্যানকে ফেলেছিল স্পেন। দেড় বছর পর এ বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়াকে এই লজ্জা উপহার দিয়েছিল সিঙ্গাপুর। নাইজেরিয়ার লাগোসে গত রাতে ছাড়িয়ে গেছে আগের সব কিছুকেই।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লাগোসে এখন চলছে বাছাইপর্বের সি গ্রুপের সাব-রিজিওনাল কোয়ালিফায়ার। বাছাইপর্বে গত রাতে আইভোরি কোস্ট খেলেছে নাইজেরিয়ার বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রান করে নাইজেরিয়া। পাহাড় সমান লক্ষ্য (২৭২) তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছে আইভোরি কোস্ট। ৪৫ বল খেলে দলটি অলআউট হয়েছে ৭ রানে। মাত্র ৪ ব্যাটার রানের খাতা খুলতে পেরেছেন। সর্বোচ্চ ৪ রান করেন দলটির ওপেনার উয়াত্তারা মোহামেদ। মিমি অ্যালেক্স, মেইগা ইব্রাহিম, ডিজে ক্লাউদি করেছেন ১ রান করে। বাকি ৬ ব্যাটার ডাক মেরেছেন। ১০ নম্বরে নামা লাদজি এজেকিয়েল রানের খাতা খুলতে না পারলেও ২ বল খেলে অপরাজিত থেকেছেন।

আইভরি কোস্টের বিধ্বস্ত হওয়ার রাতে নাইজেরিয়ার চার বোলারের প্রত্যেকেই উইকেট পেয়েছেন। আইজ্যাক দানলাদি ও প্রসপার উসেনি নিয়েছেন ৩টি করে উইকেট। দানলাদি ২ রান খরচ করলেও উসেনি কোনো রান দেননি। ম্যাচসেরা হয়েছেন নাইজেরিয়ার সেলিম সালাউ। ৫৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১১২ রান করেন এই টপ অর্ডার। তিনি হয়েছেন রিটায়ার্ড আউট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আইভরি কোস্টের। এখন পর্যন্ত আফ্রিকার দলটি দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাজেভাবে। এর আগে পরশু সিয়েরা লিওনের কাছে আইভরি কোস্ট হেরেছিল ১৬৮ রানে।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ৫ ম্যাচ