My Sports App Download
500 MB Free on Subscription


টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টার্ক

সিরিজে ফেরার মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দলটির গুরুত্বপূর্ণ পেস বোলার মিচেল স্টার্ক ভারতের বিপক্ষে অবশিষ্ট দুইটি টি-টোয়েন্টি ম্যাচের আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এমনিতেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে বেশ চাপে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে গোড়ালির চোটে পড়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওডানডেতে অধিনায়ক অ্যারন ফিঞ্চও অনিশ্চিত। সিডনিতে সিরিজে ফেরার মিশনে যখন অস্ট্রেলিয়া দল প্রস্তুত এরই মধ্যে আর একটি দুঃসংবাদ পেল তারা।

হঠ্যাতই স্টার্ক তার পরিবারের একজন সদস্যের অসুস্ততার খবর পান। পরিবারের এই দুঃসময়ে তাদের পাশে থাকতে তাই বাকি দুই টি-টোয়েন্টি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এরই মধ্যে জৈব সুরক্ষা বলয় ছেড়্রেছেন এই গতি তারকা। তাঁর এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পাশে পাচ্ছেন স্টার্ক। টেস্ট ম্যাচের আগে তিনি ফিরতে চাইলে দল তাঁকে স্বাগত জানাবে।

এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন,'পৃথিবীতে সবার কাছেই পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিচেলের (স্টার্ক) ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পরিবারকে দেয়ার জন্য পর্যাপ্ত সময় আমরা তাঁকে দেবো। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি যখনই দলে যোগ দিতে চাইবেন তখনি তিনি দলে ফিরতে পারবেন। যখন দলে যোগ দিবেন আমরা তাকে আলিঙ্গন করে দলে স্বাগতম জানাবো।'

সিরিজের তৃতীয় ওয়ানডে তে পিঠ ও পাঁজর এর ব্যথায় খেলতে না পারলেও টি-টোয়েন্টিতে নিজের স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন স্টার্ক। এদিন ৩৪ রান দিলেও ২ উইকেট শিকার করেছিলেন তিনি। যার একটি ছিলো শিখর ধাওয়ান।

দলীয় অধিনায়ক ফিঞ্চের কথাতেও স্টার্কের গুরুত্ব ফুটে উঠেছে। তিনি জানিয়েছেন, স্টার্ক ওয়ানডে তে অনেকবার দলকে উদ্ধার করেছেন। টি-টোয়েন্টিতেও দারুণ কিছু পারফরম্যান্স রয়েছে তাঁর। কিন্তু এই সময়ে তাকে ছাড়াই তাদের এগিয়ে যেতে হবে।

ইতোমধ্যেই স্টার্কের পরিবর্তে নতুন কোন খেলোয়াড় কে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে ইতোমধ্যেই দুই তরুণ পেসার এন্দ্রু টাই ও ড্যানিয়েল সামস রয়েছেন। তাদের উপরেই ভরসা রাখছে দল। প্যাট কামিন্স ও স্টার্ক না থাকায় পেস আক্রমণের নেতৃত্ব থাকবে জস হ্যাজেলউডের কাঁধে। যদিও প্রথম টি-টোয়েন্টিতে জাদেজা ঝড়ে সবচেয়ে বেশি রান খরচা করেছেন তিনি। তিনিও চাইবেন তরুণ আক্রমণকে সাথে নিয়ে দ্বিতীয় ম্যাচে দলকে জয়ী করতে।