My Sports App Download
500 MB Free on Subscription


ম্যাচের সময়সীমা এগিয়ে আনার কারন জানালো বিসিবি

শীতের মৌসুম চললেও ঢাকাতে ঠান্ডা বাতাস কিংবা ঘন কুয়াশার খুব একটা দেখা মেলেনি। তবুও আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচের সময়সূচী এগিয়ে এনেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল সাড়ে ১১টায়। অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।  

যদিও সময় এগিয়ে আনার কারন হিসেবে বিসিবি শিশিরের বিষয়টি সামনে আনেননি। রবিবার এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেকগুলো বিষয় এখানে কনসিডার করা হয়েছে, ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্তগুলো হয়। সে ক্ষেত্রে ম্যাচ সূচিটা সেভাবেই করা হয়েছে।

রবিবার সকালে ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসেছে। আগামী তিনদিনে দুইবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটারদের। দুইবার নেগেটিভ হওয়া ক্রিকেটাররা তিনদিন পর অনুশীলন শুরু করতে পারবেন। এ ব্যাপারে প্রধান নির্বাহী জানালেন, ‘আমাদের নির্ধারিত যে কোভিড প্রটোকল আছে, সেই অনুসারে তারা হোটেলে অবস্থান করছেন। আগামীকাল তাদের একটা টেস্ট হবে। এরপর আগামী ৭২ ঘন্টার মধ্যে আরেকটা টেস্ট হবে। পরপর দুইটা করোনা টেস্টে নেগেটিভ হলে সরকারের অনুমতি সাপেক্ষে তারা অনুশীলনের জন্য মাঠে আসতে পারবেন।’

গত সপ্তাহে ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন ঢাকায় পৌঁছালেও তাদের থাকতে হচ্ছে হোটেলবন্দী হয়ে। বিট্রিশ নাগরিক হওয়ার কারনে ১৪ দিনের কোয়ারেন্টিন তাদের জন্য বাধ্যতামূলক। যদিও বিসিবি চেষ্টা করছে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সুরাহা করার। বিষয়টি নিয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘আমাদের যেসব ব্রিটিশ নাগরিক এই সিরিজ সামনে রেখে বাংলাদেশ সফর করবেন তাদের জন্য কোভিড প্রোটোকলের জন্য কিছু বিধিনিষেধ আছে। এই ব্যাপারে ইতোমধ্যে সরকারের কাছে আমরা আবেদন করেছি। খুব শীঘ্রয়ই হয়তো আমরা অনুমোদনটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা পরপর দুইটা টেস্টে নেগেটিভ হওয়ার পর সরকারের অনুমতি সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন।’