My Sports App Download
500 MB Free on Subscription


ক্রিকেটারদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিলো ভারতীয় বোর্ড

ভারতজুড়ে করোনার তাণ্ডব চললে আইপিএল চলছিল ঠিকঠাক মতোই। কিন্তু জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও বেশ কয়েকজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি স্থগিত করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনার কারণে ভারতের সঙ্গে বেশির ভাগ দেশেরই ফ্লাইট বন্ধ। এই অবস্থায় কী করে দেশে ফিরবেন ক্রিকেটাররা, এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সকল শঙ্কা দূর করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব তাদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিসিআই আইপিএলে অংশ নেওয়া সবার নিরাপদ যাত্রা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। ইতিমধ্যে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। কঠিন সময়ে সবাইকে পরিবার ও কাছের মানুষের কাছে ফেরত পাঠানোই এখন জরুরি।’বিজ্ঞপ্তিতে আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে, ‘ ‘আইপিএল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এর সঙ্গে জড়িত সবার নিরাপত্তা, স্বাস্থ্য ও ভালো থাকার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে খুব কঠিন সময় চলেছে। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম সবার মুখে হাসি ফোটাবে। কিন্তু বাধ্য হয়ে টুর্নামেন্টটি স্থগিত করতে হল। আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে আইপিএল খেলতে ভারতের আছেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিবি। প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘আমরা অতি দ্রুত সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। যেহেতু সব কিছু বন্ধ, আমাদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে হবে। সিভিল অ্যাভিয়েশন নতুন কিছু প্রটোকলের কথা বলেছে আমাদের। আশা করি, অতি দ্রুত আমরা কিছু একটা সিদ্ধান্ত নিতে পারবো। পাশাপাশি আমরা সাকিব ও মোস্তাফিজের পরিকল্পনা জানতে চেয়েছি এবং আইপিএল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করছি।’