My Sports App Download
500 MB Free on Subscription


সৌম্যকে দলে নেওয়াতে বিরক্ত বোর্ড সভাপতি!

চট্টগ্রামে প্রথম টেস্টে ইনজুরি আক্রান্ত হয়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। তার বদলে লাল বলের চুক্তিতে না থাকা সৌম্যকে দলে ঢুকিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যদিও সৌম্য ছিলেন চতুর্থ অপশন। রবিবার ঢাকা টেস্ট হারের পর সৌম্যর অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনা করলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবের ইনজুরির পর তার বদলি হিসেবে একজন নিতেই হতো। নির্বাচকদের চারটি অপশন দিয়েছিলেন বিসিবি সভাপতি। কিন্তু প্রথম তিনটি বাদ দিয়ে নির্বাচকরা টিম ম্যানেজমেন্টের চাহিদা পূরণ করতে সৌম্যকেই সাকিবের বদলীয় হিসেবে ঢাকা টেস্টে অন্তর্ভূক্ত করে। 

রবিবার এ ঘটনায় বিরক্ত নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে জানালেন, ‘যখন শুনলাম সাকিব ইনজুরিতে, তখন একটা রিপ্লেসমেন্ট লাগবে। তখন এক এক করে অনেক নাম বলা হয়েছে। আমার সামনে আকরাম ছিল, নান্নু ছিল, সুজন ছিল, সুমন ছিল। আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা নাম। প্রথম মাহমুদউল্লাহ দুই নম্বরে মোসাদ্দেক, তিন নম্বরে শেখ মেহেদী এবং চার নম্বর অপশন ছিল সৌম্য। তারা সৌম্যকে বাছাই করেছে।’