My Sports App Download
500 MB Free on Subscription


অগ্রজদের সম্মাননা দিয়েছে পিচ ফাউন্ডেশন

বাংলাদেশের ক্রিকেট যাদের হাত ধরে শুরু,সেই সব অগ্রজদের সম্মাননা জানিয়েছে পিচ ফাউন্ডেশন। আবাহনীর প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রিকেট চর্চায় যার অবদান অনস্বীকার্য, সেই বঙ্গবন্ধু তনয় মরহুম শেখ কামালকে আজীবন সম্মাননা দিয়েছে পিচ ফাউন্ডেশন।

পূর্ব পাকিস্তান আমলে প্রথম শ্রেনীর ক্রিকেটার এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম প্রধান নির্বাচক মরহুম মাজহারুল ইসলাম দামাল, স্বাধীনতা উত্তর বাংলাদেশ দলের প্রথম কোচ মরহুম চাঁন খান,আন্তর্জাতিক ক্রিকেটে এদেশের প্রথম আম্পায়ার মরহুম বজলুর রশিদ, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম কিউরেটর আবদুল লতিফ,বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম অধিনায়ক শামীম কবিরকে মরোনোত্তর সম্মাননা দিয়েছে পিচ ফাউন্ডেশন।

জীবদ্দশায় পিচ ফাউন্ডেশনের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম সাধারন সম্পাদক মোজাফফর হোসেন পল্টু এবং প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক,ক্রিকেটার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু মুহাম্মদ কামরুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ মরহুম আবদুল হাদী রতনের স্ত্রী আম্পায়ার এস এ আহাদ ঝুনুর হাতে ২ লাখ টাকা করে অনুদান সহায়তা দিয়েছে বিসিবি। 

পিচ ফাউন্ডেশন প্রতিষ্ঠার অভিষেক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং নগদ চেক তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। পিচ ফাউন্ডেশনের সভাপতি মাহবুব আনাম, সাধারন সম্পাদক ওবেদ আর নিজাম,বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।